বাইক হয়ে উঠবে পক্ষীরাজ! Super Meteor 650 ক্রুজারের জন্য একঝাঁক অ্যাক্সেসরি আনল Royal Enfield

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সদ্য সমাপ্ত EICMA শো তে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে Royal Enfield Super Meteor 650। আর কয়েকদিন পরেই ভারতে অনুষ্ঠিত রয়্যাল এনফিল্ডের রাইডার ম্যানিয়া-তে অভিষেক ঘটবে ক্রুজারটির। দাম বাদে ইতিমধ্যেই স্পেসিফিকেশন ও ফিচার সংক্রান্ত সমস্ত তথ্যই প্রকাশ করেছে সংস্থা। এবার এই বাইকটির জন্য বিশেষভাবে নির্মিত একগুচ্ছ অ্যাক্সেসরিজের তালিকা প্রকাশ করেছে রয়্যাল এনফিল্ড।

চেন্নাইয়ের সংস্থাটি তাদের প্রত্যেকটি মডেলের জন্য নানা সামগ্রীর সম্ভার অফার করে। সিট থেকে শুরু করে পেনিয়ার, সাইলেন্সার, ফুটপেগ, উইন্ডসিল্ড সবকিছুই নিজের চাহিদা মত মিলবে সংস্থার কাছ থেকে। সুপার মিটিওর ৬৫০-র জন্য দুই রকম অ্যাক্সেসরির সেট লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। এগুলি হল Solo Tourer ও Grand Tourer। যে সমস্ত চালক তার এই ৬৪৮ সিসির বাইকটি নিয়ে দূরে কোথাও একা ভ্রমণ করতে চান তাদের কথা ভেবেই তৈরি সোলো টুরার অ্যাক্সেসরিজ। এর মধ্যে মিলবে সিঙ্গেল সিট, রিয়ার ফিল্ডারের উপর লাগেজ রেক, বার এন্ড মিরর, ডিলাক্স ফুটপেগ, এলইডি ইন্ডিকেটর ও মেশিনড হুইল।

অন্যদিকে সুপার মিটিওর ৬৫০ এর ট্যুরিং ক্ষমতার কথা মাথায় রেখে আনা হয়েছে গ্রান্ড টুরার কিট। এর সাথে থাকা অ্যাক্সেসরিজগুলি আরো অধিক আরামদায়ক যাত্রার অনুভূতি দেবে। যার মধ্যে রয়েছে উঁচু উইন্ডশিল্ড যা অত্যাধিক হাওয়ার গতিকে আটকাতে সাহায্য করবে, টুরিং হ্যান্ডেল বার এবং ডিলাক্স ফুড পেগ। এর পাশাপাশি রয়েছে একটি ডুয়েল সিট যা স্ট্যান্ডার্ড সিটের তুলনায় যথেষ্ট চওড়া ও আরামদায়ক। পিলিয়নের সুবিধার জন্য মিলবে ব্যাকরেস্টও।

প্রসঙ্গত, Interceptor 650 ও Continental GT 650-এর জন্য ব্যবহৃত একই প্লাটফর্ম এর উপর নির্মিত ৬৪৮ সিসির এই নতুন ক্রুজার বাইকটি। সুপার মিটিওর ৬৫০ বাইকটিতে রয়েছে দুটি আলাদা ভ্যারিয়েন্ট- এটি বেস সংস্করণ ও অন্যটি টুরিং সংস্করণ। বেস মডেলটির ক্ষেত্রে রয়েছে অ্যাস্ট্রাল ব্ল্যাক, অ্যাস্ট্রাল গ্রীন, অ্যাস্ট্রাল ব্লু, ইন্টারস্টিলার গ্রে এবং ইন্টারস্টিলার গ্রিন এই পাঁচটি পেইন্ট স্কিম। অপর হাতে থাকা টুরিং সংস্করণটি মিলবে দুটি আলাদা রঙে- সেলেস্ট্রিয়াল রেড ও সেলেস্ট্রিয়াল ব্লু। দাম ৪ লাখ টাকা থেকে শুরু হবে বলে মনে করা হচ্ছে (এক্স-শোরুম)।