প্রতীক্ষার অবসান ঘটিয়ে Royal Enfield এর দুই নতুন মোটরসাইকেল নভেম্বরে আত্মপ্রকাশ করছে? দীর্ঘ হচ্ছে জল্পনা

Royal Enfield এর সদর দপ্তরে এখন ব্যস্ততা তুঙ্গে। কারণ সংস্থাটি একঝাঁক নতুন মোটরসাইকেল আনতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। এদের মধ্যে রয়েছে তিনটি 650cc বাইক, নতুন প্রজন্মের Bullet 350, এবং Himalayan 450। গত বছর আর্ন্তজাতিক মোটরসাইকেল শো EICMA-তে SG650 কনসেপ্ট দেখিয়েছিল তারা। ফলে এবারও নভেম্বরে প্রথম সপ্তাহে  মিলানে অনুষ্ঠিত হতে চলা EICMA এর 2022 সংস্করণে Super Meteor 650 ও Himalayan 450 আত্মপ্রকাশ করবে বলে জল্পনা হয়েছে তীব্র। যদিও এ ব্যাপারে রয়্যাল এনফিল্ডের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

Royal Enfield Super Meteor 650 বলতে গেলে এটি রেট্রো স্টাইলের ত্রুজার মোটরসাইকেল। ডিজাইনের এলিমেন্টগুলির মধ্যে সামনে রয়েছে গোলাকৃতি হেড ল্যাম্প, বড় উইন্ডশিল্ড, ক্রোমের আস্তরণ থাকা ক্র্যাশগার্ড, ফরোয়ার্ড সেট ফুটপেগ, চওড়া রিয়ার ফিল্ডার, গোলাকৃতি টেললাইট এবং টার্ন ইন্ডিকেটর। এছাড়াও বাইকটিকে অনন্য লুক প্রদান করেছে এর টুইন ব্যারেল এক্সজস্ট পাইপ। উপরন্তু দূরে ভ্রমণের জন্য এই বাইকটির সঙ্গে দেয়া হবে একগুচ্ছ অ্যাক্সেসরিজ। বাইকটিতে ট্রিপার নেভিগেশন সিস্টেমের জন্য একটি ছোট পড এবং নানা তথ্য দেখার জন্য সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে।

Royal Enfield তাদের জনপ্রিয় 650 Twins (Continental GT ও Interceptor) এর প্লাটফর্ম ও ইঞ্জিন ব্যবহার করবে Super Meteor 650-এ। ফলে ওই বাইক দু’টির মতো সমানক্ষমতা সম্পন্ন ৬৪৮ সিসির প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন একে চলার শক্তি যোগাবে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪৭ পিএস শক্তি ও ৫২ এনএম টর্ক পাওয়া যায়। সাথে রয়েছে ছয় গতির গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। উন্নত সাসপেনশনের জন্য বাইকটির সামনে দেওয়া হয়েছে ইউএসডি ফর্ক ও পিছনে রয়েছে টুইন শক অ্যাবজর্ভার। এছাড়াও ব্রেকিং সিস্টেমে ডুয়েল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে দেওয়া হবে।

অন্যদিকে, Royal Enfield তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইতিমধ্যেই Himalayan 450 মডেলকে টিজ করেছে। মোটরসাইকেলটি নতুন প্ল্যাটফর্ম ও নতুন ইঞ্জিনের সাথে আসবে। বর্তমান হিমালয়ানের সাথে ফুয়েল ট্যাঙ্ক, ফ্রন্ট বিক, এগজস্ট, এবং সাইড প্যানেলে ফারাক থাকবে। অ্যাডভেঞ্চার বাইকটির ৪৫০ সিসি ইঞ্জিন থেকে ৪০ হর্সপাওয়ার এবং ৪৫ এনএম টর্ক পাওয়া যেতে পারে। সাথে থাকবে ছয় গতির গিয়ারবক্স। এছাড়া সাসপেনশন সেটআপ হিসাবে সামনে ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক দেখা যাবে।