Royal Enfield এর নতুন ক্রুজার বাইক লঞ্চের তারিখ জানলে আনন্দে আত্মহারা হয়ে উঠবেন

তবে কি সব জল্পনার অবসান ঘটতে চলেছে? হয়তো এমনটাই ভাবছে দেশের বাইকপ্রেমীরা। কারণ বিশ্বস্ত সূত্রের দাবি, আগামী ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা রাইডারম্যানিয়া ইভেন্টে নাকি আত্মপ্রকাশ করতে পারে এই মুহূর্তে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর সবচেয়ে আলোচিত ক্রুজার মোটরসাইকেল সুপার মিটিওর ৬৫০ (Super Meteor 650)। বিগত বেশ কয়েক মাস ধরেই জোরকদমে পরীক্ষা চলছে বাইকটির। স্পাই ক্যামেরায় সেই সমস্ত ছবি ধরা পরে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে।

তবে নতুন গুঞ্জনের পেছনে কারণও রয়েছে বটে। একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, রয়্যাল এনফিল্ড তাদের নতুন বাইকটির সাথে পরিচয় করে দেওয়ার জন্য ডিলারদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে এই ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে সুপার মিটিওর। শোনা যাচ্ছে, এই মুহূর্তে সংস্থার হাতে থাকা ৬৫০ সিসির বাইক দুটির তুলনায় বেশ কিছুটা দামি হতে চলেছে আপকামিং সুপার মিটিওর।

যদিও এতে থাকা ইঞ্জিন রয়্যাল এনফিল্ডের Interceptor 650 ও Continental GT 650-এর থেকেই ধার নেওয়া হয়েছে। ৬৪৮ সিসির সেই প্যারালাল টুইন ইঞ্জিনে এয়ার এবং অয়েল দুই ধরনের কুলিং সিস্টেমই এতে উপলব্ধ। এর থেকে উৎপন্ন সর্বোচ্চ শক্তি ও টর্কের পরিমাণ যথাক্রমে ৪৭ এইচপি ও ৫২ এনএম। সাথে রয়েছে স্লিপার ক্লাচ এবং সিক্স স্পিড ট্রান্সমিশন।

যদিও সুপার মিটিওরে ব্যবহৃত এই ইঞ্জিনটি তার ক্রুজার প্যাটার্নের সঙ্গে বিশেষভাবে টিউন করা হয়েছে বলে জানা গিয়েছে। অতএব বর্তমানে নতুনভাবে টিউন করা এই ইঞ্জিনটি আগের থেকে আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্য প্রদান করবে। তিন সংখ্যার গতিবেগ নিয়ে দীর্ঘ রাস্তা ক্রুজ করার ক্ষেত্রে মিলবে আলাদা প্রশান্তি। যতটা সম্ভব কম্পন অনুভূতিও কম হবে এতে।

তবে রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির মডেল দুটিতে ব্যবহৃত চ্যাসিসের সঙ্গে ফারাক থাকবে সুপার মিটিয়র ৬৫০ এর চ্যাসিসের। বরং এটি মিটিয়র ৩৫০ এর বৃহদাকার সংস্করণের চ্যাসিস বললে ভুল কিছু হবে না। এমনকি Interceptor ও Continental এর চেয়ে তুলনামূলক আকারে বড় হবে Royal Enfield Super Meteor 650। ওজন অন্তত ৮০ কেজি বেশি হবে বলে দাবি করা হয়েছে।

বাকি ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে স্বাভাবিকভাবেই সাবেকিআনায় ভরা সুপার মিটিয়র ৬৫০। যদিও বেশ কিছু আধুনিকতার ছোঁয়া রয়েছে এতে। SG650 কনসেপ্টকে মান্যতা দিয়ে এই বাইকটির সামনে এলইডি হেডলাইটের সঙ্গে রয়েছে “R” লেখা একটি লোগো। উপরন্তু সুপার মিটিয়রের সঙ্গে নানা ধরনের কোম্পানির নিজস্ব তৈরি অতিরিক্ত সামগ্ৰী প্রদান করবে রয়্যাল এনফিল্ড। এর মধ্যে রয়েছে পেনিয়ার, সফট লাগেজ, সাম্প গার্ড সহ আরো বেশ কিছু অ্যাক্সেসরিজ। তাছাড়াও ট্রিপার নেভিগেশন সিস্টেম বিকল্প হিসাবে চয়ন করার সুযোগ থাকবে।