JioTag: হারিয়ে ফেলা ফোন-মানিব্যাগ খুঁজে পাবেন এক লহমায়, মাত্র 749 টাকায় লঞ্চ হল জিওট্যাগ

JioTag ব্লুটুথ ট্র্যাকার অবশেষে অভাবনীয় মূল্যে ভারতের বাজারে লঞ্চ হয়েছে। রিলায়েন্স (Reliance) এদেশে Apple AirTag-এর বিকল্প হিসাবে ডিভাইসটি নিয়ে এসেছে। যার সিঙ্গেল ট্যাগের জন্য ৩,৪৯০ টাকা এবং চারটি ট্যাগের প্যাকের জন্য মোট ১১,৯০০ টাকা খরচ করতে হয়। তবে, নতুন JioTag-এর মূল্য তার অর্ধেকেরও কম। আবার জিও সীমিত সময়ের জন্য ১,০০০ টাকারও কম মূল্যে ব্লুটুথ ট্র্যাকারটি কেনার সুযোগ দেবে বলেও জানানো হয়েছে। এটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আসুন JioTag-এর খুঁটিনাটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

JioTag: মূল্য এবং লভ্যতা

জিওট্যাগ ইতিমধ্যেই জিও-এর অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রির জন্য উপস্থিত হয়েছে। এমআরপি ২,১৯৯ টাকা। কিন্তু এটি ৭৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। বর্তমানে, জিও দেশের নির্দিষ্ট কয়েকটি পিন কোডে ক্যাশ অন ডেলিভারি অফার করছে। তবে আগ্রহী ক্রেতারা প্রিপেইড অর্ডার দিয়ে ডিভাইসটি নিতে পারেন।

JioTag: স্পেসিফিকেশন এবং ফিচার

অ্যাপল এয়ারট্যাগ-এর মতো, জিওট্যাগ হল ডিভাইস এবং অ্যাক্সেসরিজের জন্য একটি ব্লুটুথ ট্র্যাকার৷ ডিভাইসটির ওজন ৯.৫ গ্রাম এবং এর পরিমাপ ৩.৮২ x ৩.৮২ x ০.৭২ সেন্টিমিটার। ইউজাররা তাদের স্মার্টফোনে জিওথিংস (JioThings) অ্যাপের সাথে ডিভাইসটিকে সংযুক্ত করতে পারেন এবং ট্র্যাক করতে ওয়ালেট, হ্যান্ডব্যাগ বা অন্য কোনও ব্যক্তিগত আইটেমের সাথে ট্যাগটি সংযুক্ত করতে পারেন।

জানিয়ে রাখি, জিও এই ব্লুটুথ ট্র্যাকারটির সাথে একটি অতিরিক্ত ব্যাটারি এবং ল্যানিয়ার্ড কেবল অফার করছে। ল্যানিয়ার্ড ব্যবহারকারীদের জন্য তাদের জিনিসপত্রের সাথে জিওট্যাগ সংযুক্ত করা সহজ করে তুলবে। অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ব্যাটারিটি এক বছরের ব্যাকআপ অফার করে। এছাড়াও, জিওট্যাগ ২০ মিটার ইনডোর এবং ৫০ মিটার পর্যন্ত আউটডোর রেঞ্জের সাথে আসে। এটি ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি অপশন ব্যবহার করে স্মার্টফোনের সাথে সংযোগস্থাপন করে।

ব্যবহারিক ক্ষেত্রে, ইউজাররা নিজস্ব দরকারি জিনিসগুলির সাথে JioTag সংযুক্ত করে হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পেতে পারেন৷ জিওর এই ব্লুটুথ ট্র্যাকারে ডবল ট্যাপ করে ফোনের রিং বাজানো সম্ভব, এমনকি সাইলেন্ট মোডেও। JioTag ব্যবহারকারীদের সতর্ক করবে যদি তারা তাদের মানিব্যাগ, চাবি বা অন্যান্য জিনিসপত্র অন্যত্র ফেলে রেখে যান। যেখানে তারা এগুলিকে রেখেছেন তার সঠিক অবস্থানও ট্র্যাকারটি জানিয়ে দেবে।

তবে, একই ধরনের কার্যকারিতা থাকা সত্ত্বেও যা JioTag-কে Apple AirTag-এর থেকে আলাদা করে, তা হল জিও কমিউনিটি ফাইন্ড (Jio Community Find) বৈশিষ্ট্যটি৷ ব্যবহারকারীরা যখন শেষ সংযোগ বিচ্ছিন্ন স্থানেও তাদের হারানো প্রয়োজনীয় জিনিসটি খুঁজে পাবেন না, তখন তারা জিওথিংস অ্যাপে তাদের JioTag-টি হারিয়ে গেছে বলে মার্ক করতে পারেন এবং জিও কমিউনিটি ফাইন্ড তখন হারিয়ে যাওয়া JioTag খুঁজে অবস্থান সম্পর্কে মালিককে জানাবে।