লঞ্চের আগেই OnePlus 11R এর স্টোরেজ ও কালার অপশন ফাঁস, কেমন স্পেসিফিকেশন থাকবে জানুন

চলতি মাসে চীনে পা রাখার পর, OnePlus 11 আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া “ক্লাউড ১১” ইভেন্টে বিশ্ববাজারের জন্য উন্মোচিত হবে। এই প্রিমিয়াম স্মার্টফোনটির সাথে OnePlus 11R নামক আরেকটি ফ্ল্যাগশিপ ফোনও ওই ইভেন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু নিশ্চিত না করা হলেও, এখন 11R-এর স্টোরেজ ও কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে এবং একইসাথে কিছু স্পেসিফিকেশনও প্রকাশ হয়েছে। আপকামিং ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল OnePlus 11R-এর স্টোরেজ, কালার অপশন এবং স্পেসিফিকেশন

মাইস্মার্টপ্রাইস জানিয়েছে, ওয়ানপ্লাস ১১-এর বেস মডেলে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে। এছাড়াও, এর অন্যান্য স্টোরেজ ভার্সনও থাকতে পারে। টিপস্টার ইশান আগরওয়ালের উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে, হ্যান্ডসেটটি গ্যালাকটিক সিলভার কালার অপশনে পাওয়া যাবে। এছাড়া, ওয়ানপ্লাস ১১আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটিতে ৩.২ গিগাহার্টজের পরিবর্তে ৩.০ গিগাহার্টজ ক্লক স্পিডের প্রাইম কর্টেক্স-এক্স২ কোর যুক্ত প্রসেসরের একটি আন্ডারক্লকড সংস্করণ ব্যবহার করা হবে।

জানিয়ে রাখি, OnePlus 11R-এর লঞ্চের তারিখ এখনও ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে, অ্যামাজন (Amazon)-এর একটি সাম্প্রতিক নোটিফিকেশন ইঙ্গিত দিয়েছে যে, ডিভাইসটি প্রকৃতপক্ষে OnePlus 11-এর সাথেই বাজারে আত্মপ্রকাশ করবে। এটি OnePlus Ace 2 নামে চীনে লঞ্চ হবে বলে জানা গেছে।

স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus 11R কার্ভড-এজ সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসতে পারে, যা এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, OnePlus 11R-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে৷

সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, 11R-এ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।