হাতে মোটে ছয় মাস, এর মধ্যে যে তিন বাইক বাজারে আনতে চলেছে Royal Enfield

মাস দুয়েক আগেই ইতালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মোটর বাইক শো EICMA-তে প্রথমবারের জন্য পৃথিবীবাসীর সম্মুখে আসে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে আলোচিত প্রিমিয়াম ক্রুজার বাইক সুপার মিটিয়র ৬৫০ (Super Meteor 650)। এরপরই গতমাসে এদেশের মাটিতে আয়োজিত রাইডার ম্যানিয়া ইভেন্টের হাত ধরে ভারতবর্ষ সাক্ষী থাকে সুপার মিটিয়র ৬৫০-র। বাইকটির দাম ঘোষণা হবে আগামী মাসেই। এর টপ ভ্যারিয়েন্টের দাম মোটামুটি ভাবে ৪ লাখ টাকার আশেপাশেই থাকবে বলে ধারণা করা যাচ্ছে।

এর পাশাপাশি সুপার মিটিয়র ৬৫০-র ডেলিভারির কাজ শুরু হবে আগামী মাসের শেষের দিক কিংবা ফেব্রুয়ারি শুরুতেই। চেন্নাই কেন্দ্রিক এই নির্মাতার কাছে সুপার মিটিয়র ৬৫০ বাস্তব ক্ষেত্রেই এক আন্তর্জাতিক মানের মোটরসাইকেল হতে চলেছে। কারণ প্রথমবারের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৪৩ মিমির ইউএসডি ফ্রন্ট ফর্ক যা Showa থেকে নেওয়া, এলইডি হেডলাইট এবং ট্রিপার নেভিগেশন সিস্টেম।

সুপার মিটিয়র ৬৫০-র চালিকাশক্তি যোগায় রয়্যাল এনফিল্ড এর বিশ্বস্ত ও পরীক্ষিত ৬৪৮ সিসির প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন যা Continental GT 650 ও Interceptor 650-র ক্ষেত্রেও দীর্ঘদিন ব্যবহার করে আসা হচ্ছে। এই দিন থেকে উৎপাদিত সর্বোচ্চ পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ৪৭ বিএইচপি ও ৫২ এনএম। সাথে রয়েছে ছয় স্পিড ট্রান্সমিশন সিস্টেম। বাইকটির অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় চাকাতেই থাকা ডিস্ক ব্রেক, আরামদায়ক ফুড পেগ, অ্যালয় হুইল এবং ক্রোম ফিনিশ সহ আরো অনেক কিছু।

এই বাইকটি প্রধানত যে সমস্ত মানুষ দীর্ঘ রাস্তা রিফাইন্ড ও পর্যাপ্ত টর্ক যুক্ত ইঞ্জিনের সাহায্যে ক্রুজ করতে চান তাদের কথা ভেবেই বাজারে আনা হয়েছে। অন্যদিকে ২০২১ সালের EICMA অনুষ্ঠানে দেখানো SG650 কনসেপ্ট এর উপর নির্মিত মডেলের টেস্টিং করার ছবি মাঝেমধ্যেই ধরা পড়ছে স্পাই ক্যামেরায়। ছবিতে এর ফাইনাল প্রোডাকশন মডেল প্রায় সম্পন্ন বলেই মনে হচ্ছে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে এটি।

তবে আরো একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে এই বাইকটি আসার আগেই সম্ভবত আমরা দেখা পাব নতুন জেনারেশনের বুলেট ৩৫০ কিংবা সিঙ্গেল সিটওয়ালা ববার স্টাইলের ক্লাসিক ৩৫০-র। আসলে চলতি বছরের আগস্টে বাজারে এসেই ব্যাপক জনসমর্থন লাভ করেছে হান্টার ৩৫০। সাম্প্রতিককালে রয়্যাল এনফিল্ড এর উদ্ভাবিত J সিরিজের ইঞ্জিন প্লাটফর্মের উপরেই নির্মিত এটি। এই একই প্লাটফর্মে তাই আসতে চলেছে আগামী দিনের নতুন বুলেট ৩৫০ যার মধ্যে ক্লাসিক রিবর্নের অনেক বৈশিষ্ট্যই খুঁজে পাওয়া যাবে।

এগুলি ছাড়াও এই সংস্থার সৌজন্যে এবার বাজারে আসছে ৪৫০ সিসির একটি নতুন সেগমেন্ট। আর এই সেগমেন্টের প্রথম উপস্থাপনাই হল বহু প্রতীক্ষিত হিমালয়ান ৪৫০। সাম্প্রতিক কালে অ্যাডভেঞ্চার বাইকপ্রেমী জনগণের কাছে KTM 390 Adv-র প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এই হিমালয়ান ৪৫০-র দেখা পাওয়া যাবে ২০২৩-র মাঝামাঝি সময়ে। এতে লিকুইড কুল্ড প্রযুক্তির ৪০ বিএইচপি শক্তি উৎপাদনকারী ইঞ্জিন থাকার সম্ভাবনা রয়েছে।