Oppo PFUM10 ফোন খুব শীঘ্রই 5G সাপোর্ট সহ লঞ্চ হচ্ছে, থাকবে Snapdragon 480 প্রসেসর

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে চীনে একটি মিড রেঞ্জ স্মার্টফোন আনতে চলেছে Oppo, যার মডেল নম্বর PFUM10। ইতিমধ্যেই Geekbench বেঞ্চমার্কিং এবং FCC, 3C  সার্টিফিকেশন সাইটেও ফোনটিকে দেখা গেছে। এখন এই ফোনটি TENAA অথোরিটি থেকে ছাড়পত্র পেল। যদিও Oppo PFUM10 মডেল নম্বরের ফোনটি কি নামে বাজারে আসবে তা এখনও জানা যায়নি। তবে এই সার্টিফিকেশন সাইট থেকে আসন্ন স্মার্টফোনটির স্পেসিফিকেশন সামনে এসেছে।

Oppo PFUM10 এর স্পেসিফিকেশন (TENAA)

টেনা সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, ওপ্পো পিএফইউএম১০ ফোনটি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) রেজোলিউশনের ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্টফেসিং ক্যামেরা এবং এর রিয়ার ক্যামেরা মডিউলে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স।

আবার ফোনটি ২.২ গিগাহাটর্জ ক্লক স্পিডের প্রসেসর সহ চলবে। টেনা থেকে আরও জানা গেছে এই প্রসেসর ১.৮০ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি অফার করবে এবং অ্যাড্রিনো ৬১৯ জিপিইউ সমর্থন করবে। এই স্পেসিফিকেশনগুলিই ইঙ্গিত দেয় ফোনটিতে স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর ব্যবহার করা হতে পারে।

এবার আসা যাক, স্মাইটফোনটির মেমোরি এবং স্টোরেজ প্রসঙ্গে। তিন রকম স্টোরেজ ভ্যারিয়েন্টে আসছে Oppo PFUM10। সেক্ষেত্রে ফোনটি ৬ জিবি/ ৮ জিবি / ১২ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে থাকবে ৪,৩৮৫ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করবে। এছাড়া হ্যান্ডসেটটিতে ফাইভ-জি কানেক্টিভিটি, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং মাইক্রো এসডি কার্ড স্লট উপলব্ধ। পরিশেষে বলি, নয়া স্মার্টফোনটির পরিমাপ ১৫৯.৯ x ৭৩.২ x ৭.৪৯ এমএম এবং এর ওজন ১৭১ গ্রাম।

Oppo PFUM10 সম্পর্কে এর আগে কী জানা গেছে

আপকামিং স্মার্টফোনটির দাম এখনো পর্যন্ত জানা না গেলেও, সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছে, ব্ল্যাক, পিংক এবং ইলিউশন – এই তিনটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন স্মার্টফোনটি। আশা করা যায় ফোনটি আগামী কিছুদিনের মধ্যেই চীনে আত্মপ্রকাশ করতে চলেছে।