আর ক’দিনের অপেক্ষা, Royal Enfield 2023 এর প্রথম বাইক লঞ্চ করবে, দাম জেনে নিন

এবছর ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA-র পর নভেম্বর মাসে গোয়াতে রাইডার ম্যানিয়া-তে আত্মপ্রকাশ করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর আসন্ন ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650। ২০২৩-এর জানুয়ারিতে এটিই তাদের প্রথম লঞ্চ হতে চলেছে। সেই সময়ই দাম ঘোষণা করা হবে। বাইকটি এদেশে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি মডেল হিসেবে আসবে। Royal Enfield Super Meteor 650-এর স্ট্যান্ডার্ড মডেলটির মূল্য ৩.৫ লক্ষ টাকা এবং ট্যুরার ভার্সনের দাম ৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

রয়্যাল এনফিল্ড ইতিমধ্যেই জানিয়েছে যে সুপার মিটিওর ৬৫০-এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি দুটি কালার থিমে উপলব্ধ হবে – অ্যাস্ট্রাল (ব্লু, ব্ল্যাক ও গ্রীন) এবং ইন্টারস্টিলার (গ্রে ও গ্রীন)। এটিকে ট্যুরার মডেলটি সেলেস্টিয়াল (ব্লু এবং রেড) পেইন্ট স্কিম সহ হাজির হবে। এটি হল সংস্থার ৬৫০ সিসি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হওয়া তৃতীয় মডেল। যা কিনা নতুন চ্যাসিস সহ আসবে।

ক্রুজার মোটরসাইকেলটির ফিচারের তালিকাটি বেশ লম্বা। একাধিক বৈশিষ্ট্য সংস্থার প্রথম মডেল হিসেবে পেয়েছে এটি। ফিচারের তালিকায় ফুল এলইডি হেড ল্যাম্প এবং একটি শোয়া ইউএসডি ফর্ক সাসপেনশন সহ ট্রিপার নেভিগেশন পড রয়েছে। বেস মডেলে ছোট উইন্ড স্ক্রিন এবং পিলিয়ন সিটের দেখা মিলেছে। অন্যদিকে ট্যুরার মডেলটি বৃহৎ উইন্ড স্ক্রিন এবং পিলিয়ন সিট সহ আসবে। আবার এতে একটি ব্যাকরেস্ট দেওয়া হয়েছে, যা স্ট্যান্ডার্ড ভার্সনে অনুপস্থিত।

Super Meteor 650-তে চালিকা শক্তি যোগাতে দেওয়া হয়েছে একটি ৬৪৮ সিসি এয়ার-অয়েল কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন। যা RE Interceptor 650 ও Continental GT 650-তেও উপস্থিত। এটি থেকে ৭,২৫০ আরপিএম গতিতে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫,৬৫০ আরপিএম গতিতে ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। এটি সংস্থার সর্বাধিক ভারী মোটরবাইক হতে চলেছে, যার ওজন (কার্ব) ২৪১ কেজি।