স্পোর্টস বাইকের অনুভূতি দেবে Royal Enfield এর নতুন মডেল, সামনে থাকবে ফেয়ারিং

ভারতের রেট্রো বাইক নির্মাতাদের জগতে একটি উজ্জ্বল নক্ষত্র হল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। বছরের পর বছর ধরে এরা বিভিন্ন ক্রুজার বাইক তৈরি করে চলেছে। পাশাপাশি সংস্থাটি অ্যাডভেঞ্চার, ক্যাফে রেসার এবং স্ক্র্যাম্বলার বাইকের দুনিয়াতেও পদার্পণ করেছে। এবারে Classic 350-র নির্মাতা তাদের ৬৫০ সিসির Continental GT 650-এর ফেয়ার্ড ভার্সন আনার কাজে মনোনিবেশ করেছে।

Royal Enfield Continental GT 650-এর ফেয়ার্ড ভার্সন কেমন হবে

গত বছর ভারতের রাস্তায় Continental GT 650-এর ফেয়ার্ড ভার্সনের টেস্টিং চলাকালীন দর্শন পাওয়া গিয়েছিল। স্পট হওয়া ছবিতে দেখা যায়, এতে ছোট হলে ফুল-সেট পেয়ারিং ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে উপস্থিত ভিন্ন ধরনের মিরর। বৈচিত্রের মধ্যে রয়েছে টুইন রিয়ার শক অ্যাবজর্বার। কিন্তু এই সব কিছুই টেস্টিং মডেলটির জন্য।

Continental GT 650-এর ফেয়ার্ড ভার্সন তৈরির কারণ

এখন প্রশ্ন, হঠাৎ ফেয়ার্ড বাইক তৈরির ইচ্ছে কেন জাগলো রয়্যাল এনফিল্ডের? আসলে সংস্থার বাজার চলতি Continental GT 650-এর অসংখ্য গ্রাহক এতে ফেয়ারিং যোগ করেছে। উপভোক্তাদের সেই ইচ্ছা পূরণ করতেই এমন সিদ্ধান্ত সংস্থার। অনুমান করা হচ্ছে, ফেয়ারিং বাইকের পাশাপাশি বিদ্যমান গ্রাহকদের জন্য, ফেয়ারিং কিট লঞ্চ করতে পারে সংস্থা।

Royal Enfield-এর পরিকল্পনা

আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন মডেল লঞ্চের পরিকল্পনা করছে রয়্যাল এনফিল্ড। ২০২৩ শুরু হতেই তারা বাজারে ক্রুজার ফ্ল্যাগশিপ মোটরসাইকেল Super Meteor 650 লঞ্চ করেছে। পরবর্তীতে নতুন প্রজন্মের Bulet এবং ৪৫০ সিসির একজোড়া বাইক হাজির করা হতে পারে। এরপর ৪৫০-৬৫০ সিসির আরও ছয়টি মডেল বাজারে আনার চিন্তাভাবনা করছে তারা।