Royal Enfield এর 350cc বাইকের তালিকায় যুক্ত হচ্ছে দুই নতুন মডেল, লঞ্চ কবে?

ভারতের প্রভাবশালী রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর পোর্টফোলিও বেশ সমৃদ্ধশালী। বর্তমানে তাদের ঝুলিতে রয়েছে মোট ৯টি মোটরসাইকেল – Hunter 350, Bullet 350, Classic 350, Meteor 350, Himalayan, Scram 411, Interceptor 650, Continental GT 650 এবং Super Meteor 650। কিন্তু নিজেদের লাইনআপে নতুন মডেলের সংখ্যা বাড়াতে ৩৫০ থেকে ৬৫০ সিসির একাধিক মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে চেন্নাইয়ের সংস্থাটি।

৩৫০ সিসির একজোড়া নতুন মডেল হিসাবে আনা হতে পারে – Bullet 350 ও Shotgun 350। এছাড়াও ৪৫০ সিসির পাঁচটি এবং ৬৫০ সিসির ছয়টি নতুন মডেল আনার পরিকল্পনা রয়েছে সংস্থার। এই প্রতিবেদনে আসন্ন ৩৫০ সিসির মোটরসাইকেল সম্পর্কে আলোচনা করা হল।

নতুন প্রজন্মের Royal Enfield Bullet 350

রয়েল এনফিল্ডের পরবর্তী লঞ্চ হিসাবে ধরা দিতে পারে নতুন প্রজন্মের Bullet 350। নতুন মডেলটি ডিজাইন, প্ল্যাটফর্ম এবং পাওয়ারট্রেনে একাধিক আপডেট সহ হাজির হবে। RE Meteor 350-র মতো এতেও দেয়া হবে একটি ৩৪৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত ইঞ্জিন। যা থেকে ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। চলতি বছরের প্রথমার্ধেই লঞ্চ হতে পারে এটি।

ক্রোম ট্রিটমেন্ট সহ রেট্রো স্টাইলের হেড ল্যাম্পের দেখা মিলবে নতুন প্রজন্মের বুলেটে। আবার দীর্ঘক্ষণ রাইডিংয়ের ফলে কোমর যাতে আরাম পায়, সেজন্য থাকছে একটি নরম সিঙ্গেল পিস সিট। অন্যান্য ফিচারের তালিকায় আগের মতই টিয়ার ড্রপ ফুয়েল ট্যাঙ্ক, স্পোক হুইল, ফ্ল্যাট হ্যান্ডেলবার এবং সিঙ্গেল সাইডেড এগজস্ট ক্যানিস্টারের দেখা মিলবে।

Royal Enfield Shotgun 350 Bobber

মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে রয়্যাল এনফিল্ড তাদের Classic 350-এর উপর ভিত্তি করে সিঙ্গেল সিটের ববার বাইক আনতে চলেছে। যার নাম – RE Shotgun 350। এতেও থাকছে Meteor-এর ৩৪৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। সাসপেনশনের দায়িত্ব সামলাতে থাকবে প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবজর্বার।

এছাড়া সিঙ্গেল চ্যানেল এবিএস সহ ডিস্ক এবং ড্রাম ব্রেক বিকল্পে বেছে নেওয়া যাবে বাইকটি। এর দাম ২ লাখ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে। প্রতিপক্ষ হিসাবে পাবে Jawa Perak ও Jawa 42 Bobber-কে। মোটরসাইকেলটি এ বছরের তৃতীয় থেকে চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে অফিশিয়ালি লঞ্চ হতে পারে বলে অনুমান।