আবির্ভাবেই শোরগোল, বাজার কাঁপাতে আসছে Royal Enfield, Suzuki-দের যে বাইকগুলি

সমগ্র বিশ্বে প্রতি বছর যত টু-হুইলার প্রর্দশনী অনুষ্ঠিত হয়, তাদের মধ্যে EICMA বা মিলান মোটরসাইকেল শো অন্যতম। প্রতি বছর এখানে সমগ্র বিশ্বের ছোট-বড় বিভিন্ন টু-হুইলার সংস্থা তাদের ঝুলির লেটেস্ট মোটরসাইকেল ও স্কুটার নিয়ে হাজির হয়। এ বছরও যার অন্যথা হয়নি। তবে এবারে EICMA-র জৌলুস বিগত বছরগুলির তুলনায় ম্লান হতে দেখা গিয়েছে। হাতেগোনা মাত্র কয়েকটি মডেল, টু-হুইলারপ্রেমীদের মোহিত করতে পেরেছে। আসুন তার মধ্যে সেরা চার মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Royal Enfield Super Meteor 650

এবারের EICMA-তে সেরা হাইলাইটগুলির মধ্যে একটি হল Royal Enfield Super Meteor 650। এই নয়া মডেলটি রয়্যাল এনফিল্ডের Interceptor 650 ও Continental GT 650-এর সমান প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে। যদিও প্রিমিয়াম ক্রুজার বাইক হিসেবে হিসেবে এটি পরিচিতি পেয়েছে। মোটরসাইকেলটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে – Super Meteor 650 এবং Super Meteor 650 Tourer। এই দুটোই ভারতে আসবে বলে অনুমান।

New Honda XL750 Transalp

জাপানের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হল Honda। এবারের EICMA-তে তারা একটি নতুন মাঝারি ওজনের অ্যাডভেঞ্চার মডেলের উপর ঝলক দেখিয়েছে। যার নাম XL750 Transalp। এতে দেওয়া হয়েছে একটি ৭৫৫ সিসি লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে ৯,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৯২ বিএইচপি শক্তি এবং ৭,২৬০ আরপিএম গতিতে ৭৫ এনএম টর্ক উৎপন্ন হবে। BMW 850 GS-এর সাথে টেক্কা নেবে এটি। ভারতে বাইকটি আদৌ লঞ্চ হবে কিনা তা বলা দায়।

Updated India FTR range

ইন্ডিয়ান মোটরসাইকেল তাদের FTR range-এ আপডেট দিয়েছে। সম্পূর্ণ বাহ্যিক স্টাইলিং এবং কারিগরিতে পরিবর্তন ঘটানো হয়েছে। আবার কোম্পানি একটি নতুন FTR Sport ট্রিম এবং FTR S ভ্যারিয়েন্টের আত্মপ্রকাশ ঘটিয়েছে। সদ্য হাজির হওয়া FTR Sport-এর স্থান বেস মডেল FTR FTR Rally-এর উপরে এবং টপ-স্পেক ভ্যারিয়েন্ট FTR R Carbon-এর নিচে।

2023 Benelli TRK range

Benelli TRK 502 অ্যাডভেঞ্চার ট্যুরার মডেলটির উপর থেকে পর্দা সরানো হয়েছে। TRK 502 ও TRK 502X – উভয় মডেলের বাহ্যিক ডিজাইনে পরিবর্তন ঘটানো হয়েছে। আগামী বছর এটি ভারতের বাজারে পা রাখবে। আবার দুটি মডেলই নতুন পেইন্ট স্কিম পেয়েছে।