Honda-র এই বাইকের দাম 50,000 টাকা কমল, কিনতে শোরুমে ছুটছেন তো

গত আগস্টে জাপানি টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) ভারতের বাজারে স্ট্রিট ফাইটার মোটরসাইকেল CB300F লঞ্চ করেছিল। এদেশে বাইকটির দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Deluxe ও Deluxe Pro। এদের দাম যথাক্রমে ২.২৬ লক্ষ টাকা এবং ২.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এবারে বছরের শেষ অফার হিসেবে হোন্ডা তাদের এই বাইকের এক্স-শোরুম মূল্যের উপর ৫০,০০০ টাকা ডিসকাউন্টের ঘোষণা করল।

প্রিমিয়াম মডেল হওয়ার কারণে বাইকটি সংস্থার বিগউইঙ্গ (BigWing) শোরুম থেকে বিক্রি হয়। ডিসকাউন্ট ধরে এখন Honda CB300F-এর দুই ভ্যারিয়েন্টের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১.৭৬ লক্ষ টাকা ও ১.৭৯ লক্ষ টাকা। আর দিল্লিতে বাইকটির অন-রোড প্রাইস ২.১২ লক্ষ টাকা।

হোন্ডা সিবি৩০০এফ-এ উপস্থিত একটি ২৯৩ সিসি ফোর সিলিন্ডার, অয়েল কুল্ড, SOHC ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৪.১ এইচপি শক্তি এবং ২৫.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ার বক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। সাসপেনশন সামলাতে সামনে ইউএসডি ফর্ক এবং পেছনে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক ইউনিট বর্তমান।

ব্রেকিংয়ের জন্য সামনে ২৭৬ মিমি ডিস্ক এবং পেছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত। Honda CB300F-এর ফিচারের তালিকায় একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি, ডুয়েল চ্যানেল এবিএস, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC), এবং এলইডি হেডল্যাম্পের দেখা মেলে। বাজারে বাইকটির প্রতিপক্ষ মডেল হিসেবে রয়েছে KTM 125 Duke (১.৭৮ লক্ষ টাকা) ও Bajaj Dominar 250 (১.৭৫ লক্ষ টাকা)।