Burgman Street EX: বেশি মাইলেজ যুক্ত নতুন স্কুটার এনেছে সুজুকি, আর যে কারণে স্পেশ্যাল এটি

প্রথম ট্রু ম্যাক্সি স্টাইলের স্কুটারের অনুভূতি দিতে ভারতে ২০১৮ সালে এসেছিল সুজুকি বার্গম্যান স্ট্রিট (Suzuki Burgman Street) এর মত স্কুটার। একদিকে ফিউচারিস্টিক ডিজাইন আর সাথে রয়েছে সুজিকির মত জাপানি প্রযুক্তির নির্ভরতা, এই দুইয়ের উপর ভর করেই নাম কামিয়েছে বার্গম্যান। এই কয়েক বছরে স্কুটারটিতে পরিবর্তন হয়েছে বেশ কিছু। সম্প্রতি ১২৫ সিসির এই স্কুটারটিতে যুক্ত হয়েছে EX ভার্সন। নতুন এই স্কুটারটি সাধারণ মডেল থেকে কতটি আলাদা। এই প্রতিবেদনে রইল সেগুলির খুঁটিনাটি।

Suzuki Burgman Street EX: নতুন কালার স্কিম

সুজুকি বার্গম্যান স্ট্রিট ইএক্স এর ডিজাইনেপরিবর্তন না করা হলেও আগের মতই ম্যাক্সি স্টাইল আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে থাকছে। এখন এতে যুক্ত হয়েছে তিনটি নতুন কালার স্কিম- মেটালিক ম্যাট প্ল্যাটিনাম সিলভার, মেটালিক রয়াল ব্রোঞ্জ ও মেটালিক ম্যাট ব্লাক। এর প্লাস্টিকের অংশগুলি খুব সুন্দর করে কালো আস্তরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং সমগ্র অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফুটবোর্ড চোখে পড়ে। বার্গম্যান স্ট্রিট ইএক্স এর ডিজাইন হাইলাইট প্রসঙ্গে বলতে গেলে এর সামনের অংশটি বেশ বড় ও তার সাথে রয়েছে একটি ছোট ফ্লাই স্ক্রিন, কম্ফি স্টাইলের সিঙ্গেল সিট ও একটি গ্র্যব রেল।

Suzuki Burgman Street EX: বড় টায়ার

সুজুকি বার্গম্যান স্ট্রিট ইএক্স সংস্করণের সবচেয়ে বড় পরিবর্তন হল এর পিছনের আরও বড় এবং চওড়া টায়ার। স্কুটারটির স্ট্যান্ডার্ড ভার্সনে থাকা ১০ ইঞ্চির চাকার পরিবর্তে ১২ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে এখানে। এর সঙ্গে রয়েছে ১০০/৮০ সেকশনের চওড়া টায়ার যা শহরের রাস্তার পাশাপাশি উচ্চ গতিতে ভালোভাবে চলতে সাহায্য করবে।

Suzuki Burgman Street EX: নতুন EASS প্রযুক্তি

সুজুকি বার্গম্যানের সবকটি সংস্করণে চালিকাশক্তি যোগায় বহু পরীক্ষিত ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। সর্বোচ্চ ৬,৫০০ আরপিএম গতিতে ৮.৪ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১০ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রয়েছে ইঞ্জিনটির। উপরন্তু ইএক্স ভার্সনে সুজুকি ইকো পারফরমেন্স আলফা (SEP) প্রযুক্তি উপলব্ধ যা এর মাইলেজ আরও বাড়াতে পারবে। এছাড়াও এতে ইজি অটো স্টার্ট স্টপ (EASS) প্রযুক্তি দেওয়া হয়েছে যা সময় মত ইঞ্জিনকে বন্ধ করে তেল সাশ্রয় করতে সাহায্য করবে।

Suzuki Burgman Street EX: ফিচার

বার্গম্যান স্ট্রিট ইএক্স মডেলের ডিজিটাল কনসলের সাথে সুজুকি রাইড কানেক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্লুটুথ সংযোজন করা সম্ভব। এর ফলে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইনকামিং কল, হোয়াটসঅ্যাপ, এসএমএস অ্যালার্ট এর পাশাপাশি উচ্চ গতির ওয়ার্নিং, ফোনের ব্যাটারির লেভেল এবং গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্যসময়ে সবকিছুই দেখা যায়। এছাড়াও এতে রয়েছে এলইডি হেডলাইট টেললাইট, ২১.১ লিটারের বুট স্পেস, সাইলেন্ট স্টার্ট ও ইউএসবি চার্জিং সকেট।

Suzuki Burgman Street EX: দাম ও প্রতিযোগী

এমনিতেই ১২৫ সিসি সেগমেন্টে প্রিমিয়াম স্কুটার হিসেবেই লঞ্চ করেছে সুজুকি বার্গম্যান স্ট্রিট ইএক্স। এর এক্স শোরুম মূল্য ১.১২ লাখ টাকা, যা ব্লুটুথ যুক্ত মডেলের তুলনায় ১৯,০০০ টাকা বেশি। এই দামে বর্তমানে ভারতের বাজারে রয়েছে Aprilia SXR 125, Vespa ZX 125, TVS Ntorq 125 XT সহ আরো অনেকে। আর প্রিমিয়াম বৈদ্যুতিক স্কুটারগুলির মধ্যে রয়েছে Ather 450X, Ola S1 Pro, Bajaj Chetak, TVS iQube ও Simple One।