Suzuki তাদের সুপারস্পোর্ট বাইক লঞ্চ করল নতুন অবতারে

খুব সম্প্রতি Suzuki আর্ন্তজাতিক বাজারে তাদের বিভিন্ন মডেলের আপডেটেড ভার্সনের উপর থেকে পর্দা সরাতে শুরু করেছে। সেগুলির মধ্যে অ্যাডভেঞ্চার বাইক যেমন রয়েছে, তেমনই রয়েছে নেকেড মডেল। মূলত যাতে ফ্রেশ দেখতে লাগে, তার জন্য নতুন পেইন্ট স্কিম যোগ করা হচ্ছে সুজুকির নানা মোটরসাইকেলে। এবার সংস্থাটির ফ্ল্যাগশিপ সুপারস্পোর্ট বাইক নতুন কালার অপশনের সাথে আত্মপ্রকাশ করল।

2023 মডেল ইয়ারে Suzuki GSX-R1000R দুই নতুন রং পেয়েছে। যা ফ্রেশ অনুভূতি দেবে রাইডারদের। প্রথমটি হল পার্ল ব্রিলিয়ান্ট হোয়াইট। এই পেইন্ট অপশনে সাদার পাশাপাশি আকাশী ও নীল রঙের কাজ দেখা যাবে। শরীর জুড়ে সাদা রঙের আধিক্য বেশি থাকলেও, রিয়ার কাউলে এবং ফ্রন্ট ও সাইড প্যানেল স্টেলার ব্লু ও সুজুকির আইকনিক ব্লু কালারে পেইন্ট করা হয়েছে।

2023 মডেল ইয়ারে Suzuki GSX-R1000R এর আরেকটি নতুন রং হল ম্যাট ব্ল্যাক/গ্লাস স্পার্কেল ব্ল্যাক। এতে পুরো শরীরে কালো রং করা হয়েছে। তবে ফেয়ারিং, চাকার রিম এবং হেডলাইট ভাইজারে নিওন গ্রিন অ্যাকসেন্ট রয়েছে। এছাড়া সুপারস্পোর্ট বাইকটির সবকিছু অপরিবর্তিত। আগের মতোই এটি ৯৯৯ সিসির পাওয়ারফুল ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিনে দৌড়বে। ফলে Honda CBR1000R-R Fireblade এবং Kawasaki Ninja ZX-10R এর সমকক্ষ হয়ে উঠেছে বাইকটি।

Suzuki GSX-R1000 খুব শীঘ্রই লঞ্চ করে বিক্রি চালু করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ভারতে পা রাখতে পারে চলতি বছরের শেষলগ্নে বা একেবারে সামনের বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে। যদিও এ সম্পর্কে সুজুকির তরফে এখনও কোনও বার্তা আসেনি।