Hero Splendor থেকে Bajaj Pulsar, মার্চে দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই বাইকগুলি

এপ্রিল শুরু হতেই ভারতের বাজারে মার্চে সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের পরিসংখ্যান সামনে এলো। যেখানে দেখা গেছে, বরাবরের মতো গেল মাসেও নেতৃত্ব প্রদানকারী বাইক হিসেবে সর্বাগ্রে উঠে এসেছে Hero Splendor-এর নাম। গত মাসে ২,৮৮,৬০৫ ইউনিট বিক্রি হয়েছে এই মোটরসাইকেলের। তালিকার দ্বিতীয় স্থানে বিরাজমান Bajaj Pulsar। এই সিরিজের মডেলগুলি মার্চে মোট ৮০,১০৬ ইউনিট বিক্রি হয়েছে।

তিন নম্বরে জায়গা দখল করেছে দেশের অন্যতম কমিউটার মোটরসাইকেল Hero HF Deluxe। এটি মোট ৫৬,২৯০ গ্রাহক বাড়ি নিয়ে এসেছেন। চতুর্থ স্থানের দখলদার Honda Shine। এই ১২৫ সিসি বাইকটির ৩৫,৫৯৪ ইউনিট বিক্রি করতে পেরেছে হোন্ডা।

পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম স্পোর্টস বাইক TVS Apache। আগের মাসে মোট ৩৪,৯৩৫ ক্রেতার সন্ধান পেয়েছে মোটরসাইকেলটি। এর পরের স্থানেও টিভিএসের অপর একটি মোটরসাইকেল জায়গা পেয়েছে, যেটি হল – TVS Raider। এই মডেলটির বিক্রিবাটার পরিমাণ ৩০,৩৪৬।

সপ্তম স্থানে অতি জনপ্রিয় রেট্রো মোটরসাইকেল Royal Enfield Classic 350-র নাম নজরে পড়েছে। গত মাসে এটি বিক্রি হয়েছে ২৭,৪৬১ ইউনিট। আট নম্বরে স্থান পেয়েছে Bajaj Platina। মার্চে মাসে বাজাজের অন্যতম বেস্ট-সেলিং কমিউটার বাইকটি ২৩,৯২৩ ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Yamaha FZ ও Royal Enfield Hunter 350। এদের বেচাকেনা হয়েছে যথাক্রমে ১৭,২৬২ ও ১২,৯২৫ ইউনিট।