Hero: দেশের এক নম্বর টু-হুইলার এটাই, বিক্রির নিরিখে ত্রিসীমানায় কোনও বাইক-স্কুটার নেই

Hero Splendor ফের দেশের সর্বাধিক বিক্রিত টু-হুইলারের তকমা পেল। গত মাসে দ্বিতীয় স্থানে থাকা Honda Activa-র চেয়ে দ্বিগুন বেশি বিক্রি হয়েছে।

বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে ভারতে মোটরসাইকেল ও স্কুটারের বিক্রির তথ্য প্রকাশ পেল। পরিসংখ্যান বলছে, আগের মাসে এদেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ Hero Splendor সিরিজের বাইক বেছে নিয়েছেন। ফলে আর পাঁচটা মাসের মতো জানুয়ারিতেও সেরার শিরোপার মুকুট মাথায় পরিধান করেছে কমিউটার সেগমেন্টের বাইকগুলি। গেল মাসে এর বিক্রির সংখ্যা ছিল ২,৬১,৮৩৩ ইউনিট। তুলনাস্বরূপ ২০২২-এর জানুয়ারিতে বেচাকেনার পরিমাণ ২,০৮,২৬৩ থাকায়, আগের মাসের বিক্রিতে ২৫.৭% উত্থান ঘটেছে।

তালিকার দ্বিতীয় স্থান হলেও দেশের মধ্যে বেস্ট সেলিং স্কুটারের তকমা ধরে রেখেছে Honda Activa। গত মাসে স্কুটারটি মোট ১,৩০,০০১ জন নতুন ক্রেতার মুখ দেখেছে। কিন্তু এক বছর আগে ওইসময়ে স্কুটারটি ১,৪৩,২৩৪ ইউনিট বিক্রি হওয়ায় জানুয়ারি, ২০২৩-এর বেচাকেনায় ৯.২% পতন ঘটতে দেখা গেছে। Honda CB Shine ৯৯,৮৭৮ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার তৃতীয় স্থান দখল করেছে। যেখানে আগের বছর প্রথম মাসে বেচাকেনা হয়েছিল ১,০৫,১৫৯টি।

চতুর্থ স্থানে উঠে এসেছে দেশের অতি জনপ্রিয় স্পোর্টস বাইক Bajaj Pulsar সিরিজের নাম। আগের মাসে মোট ৮৪,২৭৯ জন‌ ক্রেতার হাতে বাইকের চাবি তুলে দিতে পেরেছে বাজাজ। এদিকে ২০২২-এর ওই সময়ে ৬৬,৮৩৯ ইউনিট পালসার বিক্রি হয়েছিল। পরের স্থান দখল করেছে TVS Jupiter। স্কুটারটি গেল মাসে মোট ৫৪,৪৮৪ জন গ্রাহকের গ্যারেজে নিজের জায়গা স্থায়ী করেছে।

তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে Hero HF Deluxe-এর নাম। গত মাসে এটি ৪৭,৮৪০ ইউনিট বিক্রি হলেও আগের বছরের জানুয়ারির (৮৫,৯২৬ ইঊনিট) তুলনায় বেচাকেনার শতকরা হারে ৪৪.৩% শতাংশ পতন ঘটেছে। সাত নম্বরে জায়গা করে নিয়েছে Suzuki Access। জানুয়ারি ২০২৩-এ মোট ৪৫,৪৯৭ জন ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে স্কুটারটি।

এর পরের স্থান অর্থাৎ আট নম্বরে জায়গা পেয়েছে কমিউটার মোটরসাইকেল Bajaj Platina। এটি গেল মাসে ৪১,৮৭৩ জন নতুন গ্রাহকের সন্ধান পেয়েছে। তালিকার নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে TVS XL 100 ও TVS Apache। চলতি বছরের প্রথম মাসে মোপেড এবং মোটরসাইকেলটির বিক্রির অঙ্ক ছিল যথাক্রমে ৩৬,৭২৩ ও ২৮,৮১১।