TVS Jupiter-কে হারাল Suzuki Access, হঠাৎই উর্দ্ধমুখী Hero-র স্কুটার বিক্রি, রইল মার্কেটের খবর

সাম্প্রতিক কালে কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী আমাদের ভারতীয় উপমহাদেশে টু-হুইলার হিসেবে স্কুটারের চাহিদা বেড়েছে মাত্রাতিরিক্ত হারে। ব্যবহারের সুবিধা, আরামদায়ক চলার অনুভূতির পাশাপাশি পকেট সাশ্রয়ী মাইলেজ তাকে বাড়তি অক্সিজেন যুগিয়েছে। তাই এদেশের বাজারে মোটরবাইকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দিচ্ছে ছোট চাকার এই স্কুটার। অতি সম্প্রতি গত নভেম্বর মাসে সমগ্র ভারত জুড়ে বিক্রি হওয়া স্কুটারের বিক্রির পরিসংখ্যান প্রকাশ পেয়েছে।

প্রতি মাসের মত এই মাসেও নিজের এক নম্বর স্থান ধরে রেখে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুুটিয়ে চলেছে হোন্ডা অ্যাক্টিভা (Activa)। গত নভেম্বরে মোট ১,৭৫,০৮৪ ইউনিট অ্যাক্টিভা স্কুটার বিক্রি করতে পেরেছে জাপাননি সংস্থা হোন্ডা। বিগত বছরের একই সময়ে বিক্রির এই সংখ্যাটি ছিল ১,২৪,০৮২ ইউনিট। অর্থাৎ পরপর দুই বছরের নভেম্বর মাসের বিক্রির নিরিখে হোন্ডা অ্যাক্টিভার ব্যবসায় জোয়ার এসেছে ৪১.১%।

তবে এবারের তালিকায় সবচেয়ে নজর কেড়েছে সুজুকি অ্যাক্সেস ১২৫। টিভিএস জুপিটারকে টপকে দ্বিতীয় স্থান দখল করে সুজুকির এই স্কুটার সত্যিই অবাক করে দিয়েছে সবাইকে। পরপর দুই বছরের নভেম্বরে সুজুকি অ্যাক্সেস-এর গ্রাহক সংখ্যা হয়েছে ৪২,৪৮১ জন ও ৪৮,১১১ জন। অতএব বিগত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরে এই স্কুটারের বিক্রি বেড়েছে ১৩.২%।

যদিও তৃতীয় স্থানে থাকা টিভিএস জুপিটার(Jupiter) একদম ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে। গতমাসে ৪৭,৪২২ জন গ্রাহকের হাতে পৌঁছে গিয়েছে অত্যন্ত জনপ্রিয় এই স্কুটারের চাবি। পূর্ববর্তী বছরের নভেম্বরে জুপিটারের গ্রাহক সংখ্যা ছিল ৪৪,১৩৯ জন। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট জুপিটারের জনপ্রিয়তা বেড়েছে ৭.৪ শতাংশ।

তালিকার চতুর্থ স্থানে নিজের দৌড় থামিয়েছে হিরো প্লেজার প্লাস (Pleasure+)। প্রতিযোগিতায় সে পিছনে ফেলে দিয়েছে টিভিএস এর অতীব জনপ্রিয় Ntorq-কে। ২০২১ সালের নভেম্বরে হিরোর এই স্কুটারটির ১১,১৩৬টি মডেল বিক্রি করতে পারলেও গত মাসে অভাবনীয়ভাবে ৭৭.২ শতাংশ বেড়ে তা হয়েছে ১৯,৭৩৯ ইউনিট।

অন্যদিকে এর ঠিক পরের স্থানে থাকা টিভিএস এনটর্ক এর বিক্রিতে কিন্তু ১১.২% পতন লক্ষ্য করা গিয়েছে। যেখানে গত মাসে ১৭,০০৩টি এই স্কুটার বিক্রি করতে পেরেছিল টিভিএস, সেখানে গত বছরের নভেম্বর মাসে তাদের বিক্রি হওয়া এনটর্ক এর সংখ্যা ছিল ১৯,১৫৭ টি। তবে ষষ্ঠ স্থানে থাকা হোন্ডা ডিও (Dio) কিন্তু ভালোমতোই ব্যবসা বাড়িয়েছে। গত বছরের নভেম্বরে মাত্র ৮,৫২২টি এই মডেল গ্রাহকদের হাতে তুলে দিতে পারলেও ২০২২ সালের নভেম্বরে সেই সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে হয়েছে ১৬,১০২ টি।

এরপরে রয়েছে হিরো ডেসটিনি (Destini)। হিরোর এই আন্ডাররেটেড স্কুটারটির ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ গ্রোথ দেখা গেছে। গত বছর ও এই বছরের নভেম্বর মাসে ডেসটিনির মোট গ্রাহক সংখ্যা যথাক্রমে ৩,২৬৪ জন ও ১৫,৪১১ জন। অর্থাৎ গত মাসে ৩৭২ শতাংশ বিক্রি বেড়েছে ১২৫ সিসির এই স্কুটারটির।

অষ্টম স্থানে থাকা Yamaha RayZR-এর গতমাসে বিক্রি হওয়া মডেলের সংখ্যা ১০৭৯৫ টি হলেও গত বছরের নভেম্বরের তা ছিল ১২,৩৪৪ টি। তবে ১৩৩৮ শতাংশ বিক্রি বাড়িয়ে নিজের জাত নিয়েছে TVS-এর একমাত্র ব্যাটারি চালিত স্কুটার iQube। ২০২১ এর নভেম্বরে মাত্র ৬৯৯ টি মডেল বিক্রি করতে পারলেও বর্তমান বছরের নভেম্বরে তা বেড়ে হয় ১০,০৫৬ টি। গত মাসে ৯৮০১ টি স্কুটার বিকিয়ে একদম শেষ অর্থাৎ দশম স্থানে রয়েছে ইয়ামাহা ফ্যাসিনো (Fascino)।