Honda Activa-র বিজয়রথ অক্টোবরেও অব্যাহত, অন্যদের কাছে ঘেঁষতেই দিল না

বিগত বেশ কয়েক বছর ধরেই মানুষজনের স্কুটার কেনার প্রতি আগ্রহ বেড়েছে অনেকটাই। যদিও এর পিছনে রয়েছে নানাবিধ কারণ। মোটরসাইকেলের তুলনায় গিয়ারহীন এই স্কুটারগুলি চালানো বেশ সহজ। তাই যে কোনো মানুষই স্কুটার নিয়ে অতি সহজে শহরের যানজট কাটিয়ে নিশ্চিন্তে পৌঁছে যান তার গন্তব্যে। তার সাথে এর সামনের অংশে জিনিসপত্র বহন করার মতো ব্যবহারিক সুবিধা মেলে এখানে। আর তাই এই জাতীয় স্কুটারের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা কতটা তা প্রকাশ পেল গত মাসের সমগ্র ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে থাকা স্কুটারের বিক্রির পরিসংখ্যানে।

প্রতি মাসের মতো অক্টোবরেও জাপানি ও সংস্থা হোন্ডার তৈরি অ্যাক্টিভা(Activa) এদেশের মাটিতে বিকিয়েছে সর্বাধিক। ২,১০,৬৩০ ইউনিট অ্যাক্টিভার চাবি পৌঁছে গিয়েছে নতুন গ্রাহকদের কাছে। গত বছরের অক্টোবরে এই সংখ্যাটি ছিল ১,৯৬,৬৯৯ ইউনিট। অর্থাৎ এই দুই বছরের অক্টোবরের নিরিখে হোন্ডার তৈরি এই জনপ্রিয় স্কুটারটির বিক্রি বেড়েছে ৭%।

প্রত্যাশিতভাবে এর ঠিক পরেই রয়েছে টিভিএস জুপিটার (Jupiter)। এখন ১১০ সিসির সাথে হয়েছে ১২৫ সিসি সংস্করণও উপলব্ধ। একসময় স্বয়ং অমিতাভ বচ্চন যে স্কুটারটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গত অক্টোবরে সেটি ৭৭,০৪২ বিক্রি হয়েছে। ২০২১ এর একই সময়ে বিক্রিবাটা হয়েছিল ৭২,১৬১ ইউনিট।

গত মাসে ৪৯,১৯২ ইউনিট স্কুটার বিক্রি করে এই তালিকায় তৃতীয় স্থানের অধিকারী সুজুকি অ্যাক্সেস ১২৫ (Access 125) , যা তেল সাশ্রয়ী ক্ষমতা এবং রেট্রো ডিজাইনের জন্য হিসাবে পরিচিত। গত বছর অক্টোবরে সুজুকির এই স্কুটারটির ৪৬,৪৫০ ইউনিট বিক্রি হয়েছিল। সুতরাং এর ক্ষেত্রেও ৫.৯ শতাংশ হারে উন্নতির স্পষ্ট।

এবার যদি যুব সম্প্রদায়ের পছন্দের তালিকায় নজর দেওয়া যায় সে ক্ষেত্রে কিন্তু টিভিএস এনটর্ক (Ntorq) এর স্থান অনেক উঁচুতে। যদিও গত মাসের সর্বাঙ্গীণ বিক্রির তালিকায় চতুর্থ স্থানাধিকারী টিভিএস এনটর্ক এর মোট ৩১,০৪৯ ইউনিট বিক্রি করা গিয়েছে।

কমবয়সীদের কথা মাথায় রেখে বেশ কয়েক বছর আগেই হোন্ডা নিয়ে এসেছিল ডিও (Dio) স্কুটারটি। গত অক্টোবরে ২৪,১৩৪ ইউনিট বিক্রি হয়েছে এর। যদিও গত বছরের অক্টোবরে এই সংখ্যাটি ছিল ২৫,৬৪১। অতএব এই দুই বছরের একই মাসের বিক্রির হিসেব অনুযায়ী এই স্কুটারটির বিক্রি কমেছে ৫.৮ শতাংশ।

এর ঠিক পরেই রয়েছে হিরো প্লেজার প্লাস (Plesure+)। চলতি বছরের অক্টোবর ও বিগত বছরের অক্টোবরে এই মডেলটির বিক্রির অঙ্ক যথাক্রমে ১৪,৯২৭ ও ২১,৭১৬টি। এর থেকে স্পষ্ট এই বছরের ফেস্টিভ সিজেনে তেমন পসার জমাতে পারেনি হিরো প্লেজার প্লাস। এর পরবর্তী স্থানে রয়েছে হিরোর আরও একটি ১২৫ সিসির স্কুটার ডেসটিনি (Destini)।অক্টোবরে ১৪,৭৫৯ জন গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছে এই স্কুটারের চাবি। বিগত বছরের এই সময়ে সংখ্যাটি ছিল ১২,৮৯৮। অর্থাৎ এই বছরের উৎসবের দিনগুলিতে স্কুটারটির বিক্রিতে জোয়ার এসেছে ১৪.৪%।

তবে ব্যবসায় যথেষ্ট সাফল্য এনেছে সুজুকির ম্যাক্সি স্টাইলের স্কুটার বার্গম্যান স্ট্রিট (Burgman Street)১২৫। গত বছরের অক্টোবরে মাত্র ৭,১৯৯ টি বার্গম্যান বিক্রি হলেও এই বছরে অক্টোবর মাসে তা বেড়ে হয়েছে ১২,৫৫৭ ইউনিট, যা ৭৪.৪ শতাংশ বেশি। অন্যদিকে Yamaha RayZR এর বাজার বেশ মন্দার দিকে। ২০২১ এর অক্টোবরে এই মডেলটির গ্রাহক সংখ্যা ১৩,৬০১ জন হলেও গত মাসে তা কমে হয়েছে ১১,৬৮৩ জন। একই পরিস্থিতি সংস্থার আরো একটি মডেল Fascino 125 এও। ২০২১-এর অক্টোবরে ১৩,৪৮৭ ইউনিট বিক্রি হলেও গত মাসে তা কমে দাঁড়িয়েছে ১০,৫০১ ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *