Activa বছরের পর বছর Honda-র পালে হাওয়া দিচ্ছে, সংস্থার বাকি বাইকের কী হাল দেখুন

ভারতের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিসেবে দীর্ঘদিন ধরেই নিজের স্থান অটুট রেখেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। অক্টোবরেও নিজেদের স্কুটার ও মোটরসাইকেলের বিক্রিতে ব্যাপক উত্থান দেখেছে তারা। এক্ষেত্রে হোন্ডাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে বর্তমানে দেশের বেস্ট-সেলিং স্কুটারের তকমা প্রাপ্ত Activa।

গত মাসে মোট ২,১০,৬২৩ জন গ্রাহক Activa 6G/Activa 125 বাড়ি নিয়ে এসেছেন। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে Honda Shine। ১২৫ সিসির সর্বাধিক বিক্রিত এই মোটরসাইকেলটি অক্টোবর মাসে মোট ১,৩০,৯১৬ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। ২০২১ সালের একই সময়ের চেয়ে বিক্রি ১৫ শতাংশ বেড়েছে।

তালিকার তৃতীয় স্থানের দখলদার Honda Unicorn। দুই নম্বরে থাকা Shine-এর সাথে বিক্রিতে এর ব্যাপক ব্যবধান থাকলেও বিক্রির সংখ্যার বিচারে এটি হোন্ডার তৃতীয় বৃহত্তম টু-হুইলারের তকমা পেয়েছে। গত মাসে মোটরসাইকেলটির বেচাকেনা হয়েছিল ৩১,৯৮৬ ইউনিট। গত বছর অক্টোবরের তুলনায় বিক্রিবাটায় বিশাল বৃদ্ধি, যা ৩৫২ শতাংশ।

এদিকে, ভারতের জন্য হোন্ডা তাদের প্রিমিয়াম মডেলের সম্ভার বাড়ানোর বিষয়ে উদাসীন থাকলেও, এবারের EICMA-তে আন্তর্জাতিক বাজারের জন্য বেশ কয়েকটি এহেন মডেলের ঝলক দেখিয়েছে তারা। যার মধ্যে অন্যতম হল ৫০০ সিসির একটি স্ক্র্যাম্বলার বাইক। যার নাম – Honda CL500। যা Rebel 500 ও CB500X-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *