সস্তা মডেলের বিক্রি কম, দামী স্পোর্টস বাইকের চাহিদা বেশি, KTM এর উলটপুরাণ

উৎসবে জমজমাট থাকা অক্টোবর সকল গাড়ি সংস্থার অন্দরমহলেই বিক্রির জোয়ার এনে দিয়েছে। ছোট-বড় প্রায় সকল সংস্থাই ব্যবসায় নিজেদের উত্থানের খবর ঢাক ঢোল পিটিয়ে প্রচার করছে। তেমনই এবারে বাজাজ অটো (Bajaj Auto)-র অধীনস্থ কেটিএম (KTM)-ও তাদের পরিসংখ্যান প্রকাশ করল। যে মোটরবাইকগুলি কেটিএম-কে এগিয়ে যেতে সাহায্য করেছে, আসুন দেখে নিই।

তালিকার শীর্ষস্থানে রয়েছে KTM 200 Duke এবং RC 200। গত মাসে বাইক দুটি সম্মিলিতভাবে মোট ৪,০০২ জন ক্রেতার মুখ দেখেছে। পরবর্তী স্থানে রয়েছে 250 Duke ও Adventure 250। এই মডেল দুটি একত্রে ২,১৮৭ ইউনিট বিক্রি হয়েছে। তালিকার তৃতীয় স্থানে জায়গা পেয়েছে KTM 390 Duke, RC 390 ও 390 Adventure।

গত মাসে ওই মডেলগুলি মোট ১,২৫০ ভারতীয় গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। এদিকে সবচেয়ে সস্তার 125 Duke এবং RC 125-এর একত্রে মোট ৮৯৪টি মডেল বেচাকেনা হয়েছে। আশ্চর্জজনক ভাবে, অক্টোবর মাসে অস্ট্রিয়ান সংস্থাটির দামী মডেলের চাহিদা বেড়েছে এবং তুলনামুলক ভাবে অপেক্ষাকৃত কমদামী বাইকগুলির বিক্রি কমেছে।

প্রসঙ্গত, সম্প্রতি কেটিএম লঞ্চ করেছে 790 Duke। ইউরোপের বাজারে পা রেখেছে এই মাঝারি ওজনের স্ট্রীটফাইটার মোটরসাইকেলটি। ২০১৯-এ এটি ইউরোপের সহ আরও কয়েকটি বাজার থেকে এর বিক্রি বন্ধ করে দিয়েছিল সংস্থা। তবে এবারে অনুরাগীদের অনুরোধে ফিরিয়ে আনা হয়েছে ৭৯০ সিসির বাইকটি। এর প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন থেকে ৯৪ বিএইচপি শক্তি উৎপন্ন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *