সেরা এই পাঁচটি OnePlus স্মার্টফোন সস্তায় বিক্রি হচ্ছে, কোথায় দেখে নিন

বিগত কয়েক বছরের মধ্যেই Xiaomi, Realme এর মতো চীনা ব্র্যান্ডের বাজেট ও মিড রেঞ্জ স্মার্টফোনগুলি ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তবে উক্ত ব্র্যান্ড দুটির পাশাপাশি আরেক চীনা স্মার্টফোন নির্মাতা, OnePlus -এর ফোনগুলির চাহিদাও কিন্তু যথেষ্ট তুঙ্গে। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ফিচার অফার করার কারণে সংস্থাটির ফোনের উপর ভরসা দেখাচ্ছে মানুষ। আজ আমরা এই প্রতিবেদনে ‘চীনের অ্যাপল’ নামে খ্যাত এই ব্র্যান্ডের ৫টি লেটেস্ট 5G স্মার্টফোনের বিষয়ে আপনাদেরকে জানাবো। এই ফোনগুলি হল OnePlus Nord CE 5G, OnePlus Nord 2 5G, OnePlus 9R 5G, OnePlus 8T 5G এবং OnePlus 9 Pro 5G। উল্লেখিত প্রতিটি ফোনে অ্যাডভান্স ফিচার যেমন পাওয়া যাবে, তেমনি এগুলি দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে। আর এই ফোনগুলি এখন Amazon Great Indian Festival Sale চলাকালীন অফারের সাথে কিছুটা সস্তায় পকেটস্থ করার সুযোগ রয়েছে। আসুন দেখে নেওয়া যাক OnePlus-এর এই ফোনগুলি বর্তমানে কত দামে পাওয়া যাবে এবং এগুলিতে কী ফিচার আছে।

Amazon Great Indian Festival সেলে উপলব্ধ ৫টি সেরা OnePlus 5G স্মার্টফোনের তালিকা

OnePlus Nord CE 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। তবে নির্দিষ্ট কয়েকটি ব্যাংক কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

ফিচার : ওয়ানপ্লাসের এই ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের, রিফ্রেশ রেট ৯০ হার্টজ, পিক্সেল ডেনসিটি ৪১০ পিপিআই এবং এসপেক্ট রেশিও ২০:৯। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি ৫জি প্রসেসর সহ এসেছে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা (৬৪+৮+২ মেগাপিক্সেল) সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান।

OnePlus Nord 2 5G: ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে নো কস্ট ইএমআই সহ একাধিক ব্যাংক কার্ড হোল্ডারদের ১,৫০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

ফিচার : ওয়ানপ্লাস এর এই ৫জি স্মার্টফোনে আছে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০x১,০৮০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ, পিক্সেল ডেনসিটি ৪১০ পিপিআই এবং এসপেক্ট রেশিও ২০:৯। এতে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-এআই (AI) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস ১১.৩ কাস্টম ওএস পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য থাকছে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একই সাথে, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এফ/২.৪৫ অ্যাপারচার যুক্ত ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৪,৫০০ এমএএইচ পাওয়ারের ডুয়েল সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি আছে।

OnePlus 9R 5G: ওয়ানপ্লাস ৯আর ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৮% ডিসকাউন্টের সাথে ৩৬,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। এর আসল দাম ৩৯,৯৯৯ টাকা।

ফিচার: ওয়ানপ্লাস ৯আর ৫জি ফোনে ৬.৫৫ ইঞ্চি (১,০৮০x২,৪০০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস দ্বারা চালিত হবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেওয়া হয়েছে। উক্ত ওয়ানপ্লাস ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট র‍্যাপ চার্জিং সাপোর্ট করে।

OnePlus 8T 5G: ওয়ানপ্লাস ৮টি ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪২,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু অ্যামাজন সেল চলাকালীন এটি ৯% ডিসকাউন্টের সাথে ৩৮,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে।

ফিচার : ওয়ানপ্লাস ৮টি ৫জি ফোনে আছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের, পিক্সেল ডেন্সিটি ৪০২ পিপিআই এবং এসপেক্ট রেশিও ২০:৯। ফাস্ট পারফরম্যান্সের জন্য এটি অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সাথে এসেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেন ওএস ১১ সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য এতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একই সাথে থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ৫জি স্মার্টফোনে আছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৬৫ ওয়াট র‌্যাপ চার্জিং সাপোর্ট করে।

OnePlus 9 Pro 5G: ওয়ানপ্লাস ৯ প্রো ৫জি স্মার্টফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন সেলে ৬% ডিসকাউন্টের সাথে ৬৩,৯৯৯ টাকায় উপলব্ধ (কুপন)। এছাড়া কয়েকটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

ফিচার: ওয়ানপ্লাস ৯ প্রো ৫জি স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৭০ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,৪৪০x৩,২১৬ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস ১১ ভার্সনে চলবে। এর ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত হাই-ডেফিনেশন কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। একই সাথে, ডিসপ্লের উপরিভাগে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে, ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।