2022 Royal Enfield Bullet 350: নতুন বুলেটের লঞ্চ কি পরশুদিন? জল্পনা বাড়াল রয়্যাল এনফিল্ড

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বুলেটপ্রেমীদের। পরশুদিন অর্থাৎ ৫ আগস্ট নতুন প্রজন্মের Royal Enfield Bullet 350 লঞ্চ হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে রয়্যাল এনফিল্ড তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি নতুন টিজার ভিডিয়ো প্রকাশ করেছে। যা নয়া Bullet 350-এর লঞ্চের জল্পনা দ্বিগুণ করেছে। টিজার ভিডিয়োতে ‘বুলেট মেরি জান’ ট্যাগলাইন সহ পোস্টার নজরে পড়েছে। পাশে ৫ তারিখও লেখা রয়েছে। তাই ওইদিনই বাজারে রয়্যাল এনফিল্ডের নয়া মডেল উন্মোচিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আবার ৭ আগস্ট Hunter 350 বলে এক রোডস্টার বাইকও লঞ্চ করবে সংস্থা। যা রয়্যাল এনফিল্ডের সবচেয়ে সস্তা মডেল হবে বলে দাবি করা হয়েছে। বুলেটের ঐতিহ্য পুরোদস্তুর বহাল রেখে আধুনিকতার ছোঁয়া থাকবে নতুন মডেলে। ইতিমধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপডেটেড Royal Enfield Bullet এর ছবি ফাঁস হয়েছে অনলাইমে। আসুন নিউ জেনারেশন বুলেট সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

2022 Royal Enfield Bullet 350 স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম

Royal Enfield Bullet 350 সংস্থার ব্র্যান্ড নিউ J সিরিজের ইঞ্জিনের সাথে আসবে। যা কম ঝাঁকুনির সাথে পরিশোধিত পারফরম্যান্স সরবরাহ করবে। ৩৪৯ সিসির সেই সিঙ্গেল এয়ার কুল্ড ইঞ্জিন ইতিমধ্যেই নয়া Classic 350 ও Meteor 350 ক্রুজারে দেওয়া হয়েছে। যার থেকে ২০.২ বিএইচপি ক্ষমতা এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে থাকবে ৫-স্পিড গিয়ার বক্স।

নতুন সংস্করণে সাসপেনশনের জন্য দেওয়া হবে চিরাচরিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার টুইন শক অ্যাবজর্ভার। সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেকের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম থাকবে। আবার পুরনো মডেলের মতো স্পোক হুইল ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের ডিজাইন অপরিবর্তিত থাকতে চলেছে। এটি স্প্লিট ডাবল ক্র্যাডেল ফ্রেমের উপর নির্মিত হবে। সুতরাং একগুচ্ছ নয়া ফিচার উপস্থিত থাকার আশা করা যায়।

বর্তমানে এন্ট্রি লেভেল Bullet 350 এর দাম ১.৪৭ লাখ টাকা (এক্স-শোরুম) । তবে এর চেয়েও সস্তার মডেল হল বুলেটের কিক স্টার্ট ভ্যারিয়েন্ট। যাতে ‘J’ প্ল্যাটফর্মের ইঞ্জিন থাকবে না । তাই অনুমান, আপডেটেড Royal Enfield Bullet 350-র মূল্য ১.৭ লাখ টাকার কাছাকাছি রাখা হতে পারে। তবে লঞ্চের পরই বাইকটির দাম নির্দিষ্ট হবে বলা সম্ভব।