চড়লে বাবা-কাকাদের আমলে ফিরে যাবেন, দেশের সবচেয়ে সস্তা 5 রেট্রো বাইক আপনার অপেক্ষায়

একবিংশ শতকে দাঁড়িয়েও মোটরসাইকেল পছন্দ করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে খানিকটা পুরাতন ডিজাইনের বাইক কেনার ঝোঁক বেশি। একটা সময় এদেশের বাজারে রেট্রো বাইকের জগতে Royal Enfield এর একাধিকপত্য কায়েম থাকলেও বর্তমানে তার জনপ্রিয়তায় থাবা বসিয়েছে অন্যান্য বেশ কিছু সংস্থা। এমনকি এখন তো রেট্রো লুক এর ডিজাইনের সঙ্গে অত্যাধুনিক বৈশিষ্ট্যের সংমিশ্রণে স্ক্র্যাম্বলার স্টাইলের রমরমা সর্বত্র। Royal Enfield, Honda, Kawasaki এসবের মত আইকনিক নির্মাতাদের পাশাপাশি এখন এই দুনিয়ায় Keeway কিংবা Zontes এর মত সংস্থাও হাজির হয়েছে। এই প্রতিবেদনে ভারতের বিক্রিত ৫ রেট্রো বাইকের তালিকা রইল, যাদের দাম অন্যদের চেয়ে কম।

Keeway SR 125: (১.১৯ লাখ টাকা এক্স শোরুম)

সম্পূর্ণভাবে ওল্ড স্কুল ডিজাইন নিয়ে অবতীর্ণ হয়েছে প্রবাদপ্রতিম সংস্থা বেনেলির (Beneli) সাব ব্র্যান্ড কিওয়ে (Keeway) এর তৈরি SR 125। গোলাকার হেডল্যাম্প ইউনিট, ১৪.৫ লিটারের বৃহদাকার ফুয়েল ট্যাঙ্ক, বিশেষ ধরনের খাজকাটা ডিজাইনের সিট, বৃত্তাকার টেলল্যাম্প এবং ১৭ ইঞ্চির স্পোক যুক্ত চাকা দেওয়া হয়েছে এতে। বাইকটির অলিন্দে 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড, SOHC ইঞ্জিন লাগানো রয়েছে যা থেকে ৯.৭ এইচপি শক্তি এবং ৮.২ এনএম টর্ক উৎপন্ন হয়। সেফটি ফিচার হিসেবে ডুয়েল ডিস্ক, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, সামনে টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার শক অ্যাবজর্ভার উপলব্ধ রয়েছে কিওয়ে এর এই বাইকে।

Kawasaki W175: (১.৪৭ লাখ টাকা, এক্স শোরুম)

পুরোনো দিনের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে ডবল ক্রেডেল চ্যাসিস এর উপর তৈরি করা হয়েছে Kawasaki W175। বাইকটিতে টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাংক, একটানা লম্বা সিট, ছোট এগজস্ট পাইপ, স্পোক যুক্ত চাকা এবং গোলাকার হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকলেও পিছনে কিন্তু ড্রাম ব্রেক মিলবে। সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে শক অ্যাবজর্ভার বিদ্যমান। Kawasaki W175 কে চালিকা শক্তি যোগাতে ১২.৮ এইচপি শক্তি এবং ১৩.২ এনএম টর্ক উৎপাদনকারী ১৭৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

Royal Enfield Hunter 350: (১.৫০ লাখ টাকা, এক্স শোরুম)

এই মুহূর্তে ২ লাখ টাকার মধ্যে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় রেট্রো বাইক হিসাবে খ্যাতি অর্জন করেছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। টিয়ার ড্রপ আকারের পেট্রল ট্যাঙ্ক, বৃত্তাকার হেডল্যাম্প, খাচকাটা সিট, উঁচু করা এগজস্ট পাইপ এবং গোলাকার এলইডি টেলল্যাম্প এই সবকটি হার্ডওয়ার ফিচার এই বাইকে পাবেন আপনি। হান্টার ৩৫০কে চলার প্রধান শক্তি যোগায় ৩৪৯ সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, J সিরিজের ইঞ্জিন।

ইঞ্জিনটি থেকে উৎপন্ন হওয়া পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ২০.২ বিএইচপি এবং ২৭ এনএম। উভয় চাকাতেই ডিস্ক ব্রেক থাকলেও ভ্যারিয়েন্ট অনুযায়ী সিঙ্গেল ও ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে এতে। সাসপেনশন হিসেবে সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল শক অ্যাবজরভার লাগানো রয়েছে।

Honda CB350RS: (২.১৪ লাখ টাকা, এক্স শোরুম)

বছর দুয়েক আগেই হোন্ডার প্রিমিয়াম বাইক সেগমেন্টে লঞ্চ হওয়া CB350RS বাইকটিতে সম্প্রতি নতুন কাস্টম কিট যুক্ত করেছে তারা। গোলাকার এলইডি হেডল্যাম্প থেকে শুরু করে সিঙ্গেল পিস সিট, এক পাশের এগজস্ট পাইপ, বড় আকারের ফুয়েল ট্যাঙ্ক, অ্যালয় হুইল এই সব কিছুই রয়েছে এই বাইকে। সামনে ও পিছনে দুটি চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস এবং হোন্ডা সিলেক্টেবেল টর্ক কন্ট্রোল (HSTC) ফিচারটি অতিরিক্ত সুরক্ষা যোগায়। তাছাড়াও সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল শক অ্যাবজর্ভার সাসপেনশনের কাজ করতে পারে। ২০.৮ এইচপি শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপাদনকারী ৩৪৮.৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার হয়েছে এতে।

Zontes GK350: (৩.৪৭ লাখ টাকা, এক্স শোরুম)

নব্য-প্রাচীন ডিজাইনের Zontes GK350 বাইকটি এদেশের অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল যেখানে আপনি একাধিক আধুনিক ফিচারের সমাহার দেখতে পাবেন। মাসকুলার স্টাইলের ফুয়েল ট্যাংক, রেডিয়েটর গার্ড, ডিম্বাকার এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, সরু এলইডি টেলল্যাম্প, স্পোক যুক্ত চাকা এবং কালারিং টিএফটি ডিসপ্লে উপলব্ধ রয়েছে চীনা সংস্থার তৈরি এই বাইকে।

বাইকটিতে ৩৪৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত লিকুইড কুল্ড ইঞ্জিন বর্তমান। সর্বোচ্চ ৩৮.৮ এইচপি এবং ৩২.৮ এনএম টর্ক পাওয়া যায় এই ইঞ্জিন থেকে। এর পাশাপাশি উভয় চাকায় ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস, সামনের দিকে ইউএসডি ফর্ক এবং পিছনে মনোশক অ্যাবজর্ভার এর মত প্রিমিয়াম ফিচার Zontes GK350 বাইকটিকে করে তুলেছে অতুলনীয়।