Superbike কেনার জন্য ঘটিবাটি বেচতে হবে না, সবচেয়ে সস্তায় এই ৫ মডেল দেখতে পারেন

বলিউডের বিখ্যাত “ধুম” সিরিজের সিনেমাগুলোয় সুপারবাইকের কেরিক্যাচার বরাবরই আমাদের মোহিত করে। দূর থেকে এক গগনভেদী শব্দ তুলে চোখের নিমেষে হাওয়ায় মিলিয়ে যাওয়া এই জাতীয় সুপারবাইকের মোহ ত্যাগ করা বেশ কঠিন কাজ। আমাদের দেশের যুব সমাজের কাছে যেন নয়নের মনি এগুলি। যদিও আকাশছোঁয়া দামের কারনে অনেকেই সুপারবাইক কেনার শখ পূরন করতে পারেন না। তাদের জন্য ভারতের বাজারে মেলা পাঁচটি অপেক্ষাকৃত কম দামের সুপারবাইকের সন্ধান দিলাম আমরা।

Kawasaki Ninja 1000SX

১১.৯৮ লাখ টাকা এক্স শোরুম মূল্যে মিলবে এদেশের সবচেয়ে সস্তার সুপারবাইক Kawasaki Ninja 1000SX। একে চালিকা শক্তি যোগায় ১০৪৩ সিসি ফোর সিলিন্ডার যুক্ত ইঞ্জিন । ইঞ্জিনটি সর্বোচ্চ ১৪০.১৩ বিএইচপি এবং ১১১ এনএম টর্ক উৎপাদন করতে পারে। সাথে রয়েছে সিক্স স্পিড গিয়ার বক্স এবং ১৭ ইঞ্চির অ্যালয় হুইল।

Ducati Monster

স্ট্রিট ফাইটার স্টাইলের সুপারবাইক হিসেবে যথেষ্ট নামডাক রয়েছে Ducati Monster-র। এটির এক্স শোরুম মূল্য ১২.৪৯ লাখ টাকা। ডুকাটির এই সুপারবাইকে রয়েছে ১০৯.৯৬ বিএইচপি এবং ৯৩ এনএম টর্ক উৎপাদনকারী ৯৩৭ সিসির শক্তিশালী ইঞ্জিন। এদেশের অন্যতম পকেট সাশ্রয়ী সুপারবাইক হলেও এর রোড প্রেজেন্স এবং অত্যাধুনিক ফিচারের ভান্ডার এই বাইককে করে তুলেছে অতুলনীয়।

Suzuki Katana

ভারতীয় উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় সুপারবাইক বললে প্রথমেই মাথায় আসে Suzuki Katana-র নাম। সম্প্রতি আমাদের দেশে লঞ্চ হওয়া এই বাইকটির এক্স শোরুম প্রাইস ১৩.৬১ লাখ টাকা। সুজুকির এই মডেলে চলার শক্তি যোগায় ৯৯৯ সিসি অনলাইন ফোর সিলিন্ডার যুক্ত ইঞ্জিন, যা থেকে উৎপন্ন হওয়া পাওয়ার ও টর্ক যথাক্রমে ১৫০.১৯ বিএইচপি ও ১০৬ এনএম। সঙ্গে রয়েছে ছয় স্পিড যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স।

Suzuki Hayabusa

দীর্ঘ কয়েক দশক ধরে সমগ্র পৃথিবীর ইতিহাসে সুপারবাইকের এক অন্য সংজ্ঞা প্রতিষ্ঠা করেছে Suzuki Hayabusa। বর্তমানে এটি কিনতে খরচ হবে ১৬.৪১ লাখ টাকা (এক্স শোরুম)। সুজুকি হায়াবুসার প্রাণভোমরা হিসাবে রয়েছে ১৩৪০ সিসির ইনলাইন ফোর সিলিন্ডার সমৃদ্ধ পেট্রোল চালিত ইঞ্জিন। সর্বোচ্চ ১৮৭.৩ বিএইচপি শক্তি এবং ১৫০ এনএম টর্ক উৎপাদিত হয় এই ইঞ্জিন থেকে। পাঁচটি ড্রাইভিং মোড সহ আকর্ষণীয় সব বৈশিষ্ট্য ঠাসা রয়েছে এতে।

BMW S1000R

হালে ১৮.৩০ লাখ টাকা মূল্যে ভারতে লঞ্চ করেছে BMW S1000R। এতে রয়েছে ৯৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে থেকে সর্বোচ্চ ১৬২.২৬ বিএইচপি এবং সর্বাধিক ১১৪ এনএম টর্ক উৎপাদিত হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, এবিএস প্রো, হিল স্টার্ট কন্ট্রোল, রাইডিং মোডস প্রো, ডায়নামিক ব্রেক কন্ট্রোল, ইঞ্জিন ড্রাগ টর্ক কন্ট্রোল সেন্সর এবং ইঞ্জিন ব্রেক কন্ট্রোল।