নভেম্বরে বাইক বিক্রির ক্ষেত্রে Hero MotoCorp-কে টেক্কা দিল Bajaj Auto

বিশ্বের এক নম্বর টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি Hero MotoCorp-কে নভেম্বরে মোটরসাইকেল বিক্রির নিরিখে পর্যুদস্ত করল Bajaj Auto। দেশীয় এবং বৈদেশিক উভয় বাজারেই Hero-র মোটরবাইক বিক্রির সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে Bajaj। যদিও গত বছরের নভেম্বরের তুলনায় এ বছরে তাদের বিক্রি কিছুটা কমেছে।

গত মাসে (নভেম্বর) বাজাজের বাইক বিক্রি হয়েছে ৩,৩৮,৪৭৩ ইউনিট, যা গতবারের ৩,৮৪,৯৯৩ ইউনিটের তুলনায় বেশ খানিকটা কম। অন্যদিকে নভেম্বর হিরো ৩,২৯,১৮৫ ইউনিট মোটরসাইকেল বিক্রি করতে পেরেছে। গত বছরের নভেম্বরের তুলনায় এবছরে বাইকের ব্যবসায় বেশ মন্দা গিয়েছে হিরো’রও। নভেম্বর ২০২০-তে হিরো বিক্রি করেছিল ৫,৪১,৪৩৭ ইউনিট মোটরবাইক, যা চলতি বছরের তুলনায় ৩৯% বেশি।

এই নভেম্বরে বাজাজ মোটরসাইকেল বিক্রিতে হিরোকে যে টেক্কা দিতে পেরেছে তা সত্যিই একটি বিরল ঘটনা! তবে মোটরসাইকেল এবং স্কুটারের সম্মিলিত বিক্রির সংখ্যা বাজাজ এর তুলনায় হিরোর অধিক। সে দিক থেকে দেখতে গেলে বাজাজের দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে ৩,৩৮,৪৭৩ ইউনিট, সেখানে হিরো বাইক ও স্কুটার সমেত দেশীয় ও বিদেশের বাজারে মোট ৩,৪৯,৩৯৩ ইউনিট বিক্রি করেছে।

বাজাজের বাইক রপ্তানির ক্ষেত্রে ২% কমতি দেখা গেলেও, বিদেশে এদের মোটরসাইকেলের বিক্রির সংখ্যা ছিল যথেষ্টই ভাল। সংস্থাটি ১,৯৩,৫২০ ইউনিট মোটরসাইকেল রপ্তানি করেছে এবং তার মধ্যে ১,৪৪,৯৫৩ ইউনিট দেশীয় বাজারে নিবন্ধীকরণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজার যেমন ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতে দেশীয় সংস্থাটির বিক্রির সংখ্যা আশানুরূপ। উল্লেখ্য, বিশ্বের প্রায় ৭০টি দেশে মোটরসাইকেল বিক্রি করে বাজাজ।

অন্যদিকে Hero MotoCorp কম ডিসপ্লেসমেন্টের মোটরসাইকেলের জন্য বিখ্যাত। দেশীয় বাজারে কমিউটার সেগমেন্টে এদের যথেষ্টই প্রভাব রয়েছে।