একের পর এক বাইক-স্কুটারে বাইশের বাজার মাত TVS এর, আগামী বছর কেমন দুই চাকা লঞ্চ করবে তারা

এ বছর টু-হুইলারের বাজারে ভারতীয় সংস্থা টিভিএস মোটর (TVS Motor)-এর বেশ সক্রিয়তা নজরে পড়েছে। বাইক ও স্কুটারের নতুন হোক বা আপডেটেড মডেল, এই সংস্থাটিই সবচেয়ে বেশি এনেছে। সেই তালিকায় আছে TVS Ntorq 125 XT, Ronin, Apache RTR 160, Apache RTR 160 4V Special Edition, ইত্যাদি। সংস্থাটি ২০২৩ সালেও একই ধারা বজায় থাকবে বলেই আশা করা হচ্ছে। আগামী বছর টিভিএস এর আসন্ন সম্ভাব্য পাঁচটি স্কুটার ও মোটরসাইকেলের খোঁজ রইল এই প্রতিবেদনে।

TVS iQube ST ভ্যারিয়েন্ট

এ বছর iQube ইলেকট্রিক স্কুটারের S ভ্যারিয়েন্ট লঞ্চের সময় এর টপ-স্পেক ভ্যারিয়েন্ট ST লঞ্চের কথা ছিল। কিন্তু তা হয়নি। তবে নতুন বছরের প্রথম মাসেই এটি বাজারে হাজির হতে পারে। দাম ১.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।

Apache RTR 310

২০২৩-এ টিভিএস বাজারে Apache RTR 310 লঞ্চ করতে পারে। নেকেড স্টাইলের বাইকটি তাদের RR 310-এর উপর ভিত্তি করে আসবে। ২০০ ৪ভি মডেলটির কারণে বাজারে অ্যাপাচি আরটিআর সিরিজ বেশ হিট করেছে। তবে এবারে যদি একটি স্ট্রিটফাইটার মডেল আসে তবে অসংখ্য ক্রেতার মনের বাসনা পূর্ণ হবে। এর দাম Apache RR 310-এর চাইতে ২০,০০০ টাকা কম রাখা হতে পারে। ২০২৩-এর শেষার্ধে লঞ্চ করা হতে পারে বাইকটি।

Apache RR 310 আপডেট

২০২৩-এ টিভিএস তাদের ফ্ল্যাগশিপ মডেল Apache RR 310-এর আপডেটেড ভার্সন লঞ্চ করতে পারে। সুপারস্পোর্টস মোটরসাইকেলটির এবারে রেস-স্পেক বা আরপি (RP) মডেল লঞ্চ করতে পারে সংস্থা। ৩ লক্ষ টাকা আনুমানিক মূল্যে বাইকটি ২০২৩-এর ডিসেম্বরে বাজারে পা রাখতে পারে।

Ntorq 125 Marvel Edition

এদেশে মার্ভেলের সাথে হাত মিলিয়ে সুপারহিরো থিমে সজ্জিত Notrq এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে টিভিএস। যেমন – স্পাইডারম্যান, ব্ল্যাক পান্থার, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা। ২০২৩-এও মার্ভেল সিনেমার চরিত্রের উপর স্পেশ্যাল এডিশন স্কুটার আনতে পারে তারা। এটি পুজোর মরসুমে বাজারে আসবে বলে অনুমান।

Jupiter 125 আপডেট

আগামী বছর TVS Jupiter 125 আপডেট পেতে পারে। আরো বেশি ফিচার দ্বারা সমৃদ্ধ হয়ে আসতে পারে স্কুটারটি। নতুন বৈশিষ্ট্যের তালিকায় থাকতে পারে এলসিডি কনসোল এবং টার্ন বাই টার্ন নেভিগেশন। ২০২৩-এর মাঝামাঝিতে আসতে স্কুটারটি। এর দাম আগের চাইতে ৫,০০০ টাকা বাড়তে পারে।