মোটরসাইকেল-স্কুটার বিক্রিতে ফের প্রথম Hero, অনেক পিছিয়ে পড়ে চাপে Honda, TVS-রা

সদ্য সমাপ্ত হওয়া চলতি বছরের প্রথম মাসের বিক্রি-বাট্টার পরিসংখ্যান সম্প্রতি প্রকাশ করেছে এদেশের সব মোটরসাইকেল নির্মাতাই। তার মধ্যে দেশীয় সংস্থার পাশাপাশি রয়েছে বিদেশি সংস্থাও। করোনা অতিমারি পিছনে ফেলে চালু হওয়া এই নতুন বছরে যথেষ্ট স্বাবলম্বী হতে পেরেছে এদেশের দুই চাকার বাজার। সামগ্রিক বিক্রির নিরিখে এমন প্রথম ছয়টি মোটরবাইক নির্মাতার পরিসংখ্যান তুলে ধরলাম আমরা।

Hero MotoCorp: (৩,৪৯,৪৩৭ টি)

দেশীয় সংস্থা হিরোকে নিয়ে নিন্দুকরা যতই সমালোচনা করুক না কেন প্রতিমাসের বিক্রি হওয়া টু-হুইলারের তালিকায় বরাবরই তারা এক নম্বরে। এ যেন তাদের অলিখিত অধিকার করা প্রথম স্থান। ২০২৩ এর জানুয়ারিতে মোট ৩,৪৯,৪৩৭টি দুই চাকার যানবাহন বিক্রি করেছে তারা। এই বিপুল সাফল্য পেলেও গত এক বছর আগের অর্থাৎ ২০২২ এর জানুয়ারিতে কিন্তু তাদের এই বিক্রির সংখ্যাটি ছিল ৩,৮০,৪৭৬ টি। অন্যদিকে দিন তিনেক আগেই হিরোর হাত ধরে ভারতে পা রেখেছে তাদের আরও একটি আকর্ষণীয় ১১০ সিসির স্কুটার Xoom। এর বেশ মডেল অর্থাৎ LX ভ্যারিয়েন্টের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৬৮,৫৯৯ টাকা থেকে।

Honda Motorcycle & Scooter India (HMSI): (২,৭৮,১৪৩টি)

জাপানি মোটরবাইক নির্মাতা হন্ডা বিশ্বের বুকে বৃহৎ সংখ্যক ব্যবসা করলেও এদেশে ব্যবসার নিরিখে হিরোর পিছনেই এর স্থান। সংস্থার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এই বছরের জানুয়ারি মাসে বিক্রিত মোটরসাইকেল এবং স্কুটারের সংখ্যা প্রায় ২,৭৮,১৪৩টি। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১.৮% হ্রাস পেয়েছে। সম্প্রতি হোন্ডা বাজারে নিয়ে এসেছে Honda Activa এর 6G এর স্মার্ট ভার্সন। ভারতীয় বাজারে যা ৮০,৫৩৭ টাকায় (এক্স শোরুম) উপলব্ধ হবে।

TVS Motor Company: (২,৬৪,৭১০ টি)

টু-হুইলারের জগতে অন্যতম জনপ্রিয় দেশীয় সংস্থা হল টিভিএস। আর এবার তাদের সমীক্ষা বলছে গতমাসে সংস্থাটি প্রায় ২,৬৪,৭১০টি মোটরবাইক ও স্কুটার গ্রাহকদের হাতে তুলে দিয়েছে। শতাংশের হিসাবে এক বছর আগে বিক্রি হওয়া টু-হুইলারের থেকে এই বছর প্রায় ৫৭.৮% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সংস্থাটি দাবি করেন গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় এই মাসে প্রায় ১৬.৩% বেড়েছে তাদের বিক্রিবাটা।

Bajaj Auto: (১,৪০,৪২৮ টি)

অপর একটি ভারতীয় দু’চাকা নির্মাণকারী সংস্থা বাজাজ সম্প্রতি তাদের বিক্রি হওয়া মোটরবাইকের সংখ্যা রিপোর্টে প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে ২০২৩ এর জানুয়ারি মাসে সংখ্যাটি প্রায় ১,৪০,৪২৮ টি। আনন্দের বিষয় হলো এটি যে গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এই বছর প্রায় ৩.৬ শতাংশ বিক্রি বেড়েছে। আবার মাসের নিরিখে হিসাব করলে ২০২২ এর ডিসেম্বর থেকে এই মাসে বিক্রি-বাট্টায় প্রায় ১১.৯% জোয়ার এসেছে। এই টু-হুইলার নির্মাতা বর্তমানে Pulsar সিরিজকে উন্নত করার কাজে লিপ্ত হয়েছে এবং গত বছর বাজাজের সৌজন্যে লঞ্চ হয়েছে নতুন Pulsar P150।

Royal Enfield: (৬৭,৭০২ টি)

বিশ্বের বুকে অন্যতম নামকরা ক্রুজার নির্মাতা রয়্যাল এনফিল্ড এর গত মাসে ৬৭,৭০২টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। যা এক মাস আগে সংস্থার বিক্রির তুলনায় ১৩.২% বেশি। আবার গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এই বছর জানুয়ারি মাসে প্রায় ৩৬.১% বেশি বাইক বেচতে পেরেছে তারা। সম্প্রতি রয়্যাল এনফিল্ড এর হাত ধরে বাজারে এসেছে Super Meteor 650। এই প্রিমিয়াম ক্রুজারটির এক্স শোরুম প্রাইস ৩.৪৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে।

Suzuki Motorcycle India Private Limited: (৬৬,২০৯ টি)

আজকের প্রতিবেদনে প্রকাশিত তালিকার সর্বশেষ সংস্থাটি হলো সুজুকি। এই জাপানি সংস্থাটি ২০২২-এর ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে প্রায় ৩.৬ শতাংশ বেশি মোটরবাইক ও স্কুটার এদেশে বিক্রি হয়েছে, যা বেশ সন্তোষজনক। ২০২২ সালের জানুয়ারি মাসে বিক্রিত দু’চাকার সংখ্যা ছিল ৬০,৬২৩টি। সেখানে এই বছরের প্রথম মাসে সংখ্যাটি বেড়ে হয়েছে ৬৬,২০৯ টি। উল্লেখ্য, সংস্থার তরফে ভারতে নতুন ফিচারের সঙ্গে Suzuki Gixxer, Gixxer SF, Gixxer 250 ও Gixxer 250 SF বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করা হয়েছে।