পুরনো সঙ্গীর কাছে পরাস্ত Honda, প্রিমিয়াম বাইকে এক নম্বরে RE, বাকিদের কী হাল?

২০২২-এর অন্তিম মাস অর্থাৎ ডিসেম্বর সদ্য শুরু হয়েছে। একে একে সকল গাড়ি সংস্থা তাদের নভেম্বরের বেচাকেনার পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবারের ন্যায়, গত মাসেও ভারতে মোটরসাইকেল বিক্রির নিরিখে সেরার শিরোপার মুকুট পরিধান করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। তবে প্রতিযোগিতা কঠিন করে তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। তালিকায় পরবর্তীতে কারা রয়েছে আসুন জেনে নেওয়া যাক।

Hero MotoCorp

হিরো মোটোকর্প গত মাসে দেশের বাজারে মোট ৩,৭৯,৮৩৯ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করতে পেরেছে। তুলনাস্বরূপ আগের বছর নভেম্বরে তাদের বেচাকেনার পরিমাণ ছিল ৩,৪৯,৩৯৩ ইউনিট। আবার ২০২২ এর অক্টোবরে তাদের ৪,৪২,৮২৫টি টু-হুইলার বিক্রি হয়েছিল। সেই তুলনায় নভেম্বরে বিক্রি কমেছে ১৬.৬%।

Honda

আগের মাসে হোন্ডা ভারতে মোট ৩,৫৩,৫৪০টি টু-হুইলার বিক্রির কৃতিত্ব অর্জন করেছে। যেখানে ২০২১-এর নভেম্বরে বিক্রি হয়েছিল ২,৫৬,১৭৪ ইউনিট। ফলে গত মাসে বেচাকেনার ক্ষেত্রে ৩৮% বৃদ্ধি ঘটেছে। আবার পুজোর মরশুমে তাদের মোট ৪,২৫,০০০টি টু-হুইলার বিক্রি হয়েছিল।

TVS

ভারতের টু-হুইলার বিক্রির ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম সংস্থা হিসেবে নিজের স্থান ধরে রেখেছে টিভিএস। গত মাসে সংস্থাটি মোট ১,৯১,৭৩০ জন নতুন ক্রেতার হদিশ পেয়েছে। তুলনা স্বরূপ আগের বছর ওই সময়ে তাদের ১,৭৫,৯৪০টি টু-হুইলার বিক্রি হয়েছিল। ফলে এবারে বেচাকেনায় ৮.৯% অগ্রগতি দেখা গেছে। আবার এ বছর অক্টোবরে এদের বেচাকেনার পরিমাণ ছিল ২,৭৫,৯৩৪।

Bajaj

তালিকার চতুর্থ স্থানে থাকা বাজাজের ২০২১ সালের নভেম্বরের তুলনায় গত মাসে ১৫% বিক্রি কমেছে। আগের বছর নভেম্বরে যেখানে ১,৪৪,৯৫৩টি টু-হুইলার বিক্রি হয়েছিল, সে জায়গায় গত মাসে বাজাজ ১,২৩,৪৯০টি মডেল বেচতে সক্ষম হয়েছে। এদিকে অক্টোবরে সংস্থাটি মোট ২,০৬,০০০ জন গ্রাহকের হাতে টু-হুইলারের চাবি তুলে দিয়েছিল।

Royal Enfield

বর্তমানে ভারতের সর্বাধিক বিক্রিত টু-হুইলার সংস্থার পঞ্চম স্থানটি দখল করেছে রয়্যাল এনফিল্ড। গত মাসে তারা মোট ৬৫,৭৬০ ইউনিট রেট্রো বাইক বিক্রি করেছে। তুলনাস্বরূপ ২০২১-এর ওই মাসে বেচাকেনার পরিমাণ ৪৪,৮৩০ ইউনিট থাকায় এবারের বিক্রিতে ৪৭ শতাংশ উত্থান দেখেছে তারা। তবে উৎসবের মাসে তাদের ৭৬,৫২৮টি মডেল নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছিল।

Suzuki

তালিকার সর্বশেষ স্থানটি দখল করেছে জাপানি টু-হুইলার ব্র্যান্ড সুজুকি। গত মাসে তাদের বিক্রির পরিমাণ ছিল ৬৩,১৫৬ ইউনিট। তুলনাস্বরূপ আগের বছর নভেম্বরে সুজুকি মোট ৫৫,৬৬২টি স্কুটার ও মোটরসাইকেল বিক্রি করতে পেরেছিল। ফলে এবারে তাদের বেচাকেনায় ২১% উত্থান ঘটেছে। অক্টোবরে সংস্থাটি মোট ৬৯,৬৩৪ জন ক্রেতার সন্ধান পেয়েছিল।