KTM থেকে Kawasaki, এ বছর স্পোর্টস বাইক লঞ্চ করে যারা শোরগোল ফেলেছে

২০২২-র গোটা একটি বছর আমাদের এই ১৩৫ কোটির দেশ সাক্ষী রেখেছে একগুচ্ছ নতুন স্পোর্টস বাইকের। কাওয়াসাকি, কেটিএম, বিএমডব্লিউ, কিওয়ে এর সৌজন্যে বাজারে এসেছে ফুল ফেয়ারিং যুক্ত উচ্চগতির বেশ কয়েকটি নতুন রেসিং বাইক। সেগুলির মধ্যে সারা ফেলল কারা? এই প্রতিবেদনে তারই খোঁজ রইল।

2022 KTM RC 390

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরের জুন মাসে ভারতের মাটিতে পা রাখে অস্ট্রিয়ান সংস্থা KTM-র RC 390 বাইকটির আপডেটেড ভার্সন। ডিজাইন এবং চ্যাসিস পরিবর্তনের পাশাপাশি ফিচারেও এসেছে আপগ্রেড। পুরনো মডেলের তুলনায় ২০২২-র এই নতুন ভার্সন অনেক বেশি চিত্তাকর্ষক ও আধুনিক বৈশিষ্ট্যে ভরপুর। বাইকটির এক্স শোরুম মূল্য ধার্য হয়েছে ৩.১৬ লাখ টাকা। এছাড়াও গত সেপ্টেম্বরে এই মডেলটির GP এডিশন লঞ্চ করে কেটিএম।

Yamaha R15M WorldGP 60th Anniversary Edition

ভারতবর্ষের যুব সমাজের মধ্যে অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় স্পোর্টস বাইক হল Yamaha R15M। যদিও এর ৬০তম অ্যানিভার্সারি এডিশন প্রথমে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে লঞ্চ হলেও ভারতে খানিকটা দেরিতেই পা রাখে সে। এই স্পেশাল এডিশনের দাম রাখা হয়েছে ১,৯১,৮০০ টাকা(এক্স শোরুম)।

Keeway K300R

বেনেলির ছত্রছায়ায় বেড়ে ওঠা সংস্থা কিওয়ে চলতি বছরে আদিশ্বর অটো রাইড এর সৌজন্যে ভারতে আত্মপ্রকাশ করে। প্রিমিয়াম মোটরবাইক ও স্কুটার লঞ্চ করে বাজার ধরার প্রচেষ্টায় এই সংস্থা। এই বছরে তাদের লঞ্চ করা টু-হুইলারগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় ফুল ফেয়ারিংযুক্ত বাইক হল K300R। ২৯২ সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত এই বাইকটি থেকে ২৭.৫ পিএস পাওয়ার এবং ২৫ এনএম টর্ক উৎপাদিত হয়, যা KTM RC 200-র থেকে সামান্য বেশি। এই মডেলটির এক্স শোরুম মূল্য ২.৯৯ লাখ টাকা।

BMW G 310 RR

অ্যাডভেঞ্চার ও নেকেড বাইক লঞ্চ করার পরে G সিরিজের অন্তর্গত ফুল ফেয়ার্ড বাইক G 310 RR এদেশে লঞ্চ করে জার্মান টু-হুইলার নির্মাতা BMW। অবশ্যই এটি TVS Apache RR 310-র রিব্যাজড ভার্সন বলা চলে, কারণ এই দুয়ের হুবহু মিল। BMW G 310 RR এর মূল্য ২.৮০ লাখ টাকা(এক্স শোরুম)।

Kawasaki Ninja 400

বরাবরই ফ্লাগশিপ বাইক নির্মাতা হিসাবে সুনাম রয়েছে কাওয়াসাকির। সেই আবেগে শান দিয়ে চলতি বছরে ভারতে লঞ্চ করে Kawasaki Ninja 400। এতে চালিকাশক্তি যোগায় ৪০০সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। বাইকটির এক্স শোরুম মূল্য ধার্য করা হয়েছে ৪.৯৯ লাখ টাকা।

Kawasaki Ninja 650

জাপানের এই নির্মাতার আরো একটি জনপ্রিয় ৬৫০ সিসির স্পোর্টস ট্যুরার বাইক Kawasaki Ninja 650-র আপডেটেড সংস্করণ আত্মপ্রকাশ করে চলতি বছরেই। বাইকটির বেশিরভাগ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকলেও যুক্ত হয়েছে বেশ কিছু নতুন বৈদ্যুতিক সাজ-সরঞ্জাম। যার ফলে দামও বেড়েছে খানিকটা। বর্তমানে এর মূল্য ৭.১২ লাখ টাকা(এক্স শোরুম)।

এছাড়াও ২০২২ সালে ভারতে পা রেখেছে আরো বেশ কয়েকটি জনপ্রিয় ফুলফেয়ারিং স্পোর্টস বাইক। এদের মধ্যে অন্যতম হলো Ducati Panigale V4 (২৬.৪৯ লাখ টাকা), Kawasaki Ninja ZX-10R (১৫.৯৯ লাখ টাকা), BMW S 1000RR (২০.২৫ লাখ টাকা) এবং Kawasaki Ninja 300 (৩.৪০ লাখ টাকা)।