মূল্যবৃদ্ধির আঁচ থেকে বাদ গেল না ইলেকট্রিক মোটরসাইকেলও, দাম বাড়ছে 10,000 টাকা

সাম্প্রতিককালে আমরা প্রায়ই বিভিন্ন মোটরসাইকেল সংস্থার তাদের মডেলগুলির মূল্যবৃদ্ধির কথা শুনে থাকি। এমনকি BS-5 থেকে BS-6 সংস্করণে পরিবর্তিত হওয়ায় টু-হুইলারগুলির দাম বেড়েছে অনেকটাই। বেশিরভাগ সময়েই যন্ত্রাংশের খরচ বৃদ্ধির পাশাপাশি যোগান শৃঙ্খলের সমস্যাকেই দায়ী করা হয় এসব ক্ষেত্রে। এবার মূল্যবৃদ্ধির আঁচ গিয়ে পড়ল ইলেকট্রিক বাইকে। দাম বাড়ানোর পথে হেঁটেছে পুনেতে অবস্থিত ইলেকট্রিক বাইক নির্মাতা টর্ক মোটরস (Tork Motors)। এই মুহূর্তে সংস্থার হাতে থাকা দুটি বৈদ্যুতিক বাইক Kratos এবং Kratos R উভয়েরই ১০,০০০ টাকা করে দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১লা জানুয়ারি থেকেই কার্যকর হবে এই নতুন মূল্য।

দাম বৃদ্ধির ফলে বর্তমান সমস্ত রকম সাবসিডি ধরে Kratos ও Kratos R বাইক দুটির এক্স শোরুম মূল্য হবে যথাক্রমে ১.২২ লাখ টাকা এবং ১.৪৭ লাখ টাকা। অবশ্য টর্ক জানিয়েছে চলতি বছরের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ডেলিভারি হওয়া সবকটি বাইকের ক্ষেত্রেই পুরনো দামই বলবৎ হবে। মূলত আমদানি খরচ বৃদ্ধির জন্যই বাধ্য হয়ে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে পুনের এই স্টার্টআপ সংস্থা।

প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতেই মহাসমারোহে লঞ্চ করা হয় এই দুটি বাইক। এদিকে টর্ক মোটরস নতুন বছরে সমগ্র দেশব্যাপী আরো বেশ কয়েকটি এক্সপেরিয়েন্স সেন্টার খুলতে চলেছে। কয়েকদিন আগেই জন্মস্থান পুনেতেই তাদের প্রথম আউটলেটটি চালু করা হয়। ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে আরও সাতটি শহরে ছড়িয়ে পড়বে তারা। এছাড়াও বর্তমানে পুনে, মুম্বাই ও হায়দ্রাবাদে এই সংস্থার ডেলিভারি চালু রয়েছে। অদূর ভবিষ্যতে আরও অধিক জায়গায় ছড়িয়ে পড়বে তাদের ডেলিভারি।

Tork Kratos এর অন্যতম প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে Revolt RV 400, মহারাষ্ট্রের বুকে সমস্ত ধরনের সাবসিডি নিয়ে যার এক্স শোরুম মূল্য ১.৩০ লাখ টাকা। এছাড়াও কয়েকদিনের মধ্যেই ৯৯,৯৯৯ টাকা দামে (এক্স শোরুম) বাজারে আসছে Oben Rorr ইলেকট্রিক বাইক। ১.২৪ লাখ টাকা দামে রয়েছে আরো একটি বৈদ্যুতিক বাইক Hop Oxo।

স্পেসিফিকেশনের কথা বললে, Kratos ও Kratos R উভয় মডেলেই রয়েছে ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যা একবার চার্জে ১২০ কিমি চলতে পারে। তবে এই দুইয়ের মোটরের ক্ষমতা ভিন্ন। Kratos এ রয়েছে ৭.৫ কিলোওয়াটের এক্সিয়াল ফ্লাক্স মটর যা ২৮ এনএম টর্ক উৎপাদন করতে পারে। অন্যদিকে Kratos R বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৩৮ এনএম টর্ক যুক্ত ৯ কিলোওয়াটের ইলেকট্রিক মোটর। ০-৪০ কিমি/ঘণ্টা গতিবেগ তুলতে প্রথম বাইকটির ৪ সেকেন্ড সময় লাগলেও দ্বিতীয়টির সময় লাগে মাত্র ৩.৫ সেকেন্ড। এছাড়াও তিন ধরনের রাইডিং মোট যুক্ত Kratos ও Kratos R বাইক দুটির সর্বোচ্চ গতিবেগ যথাক্রমে ১০০কিমি/ঘণ্টা ও ১০৫ কিমি/ঘণ্টা।