দূরে কোথাও যাওয়ার প্ল্যান? আপনার জন্য এর মধ্যে কোন অ্যাডভেঞ্চার বাইক নেওয়া উপযুক্ত হবে

বিগত কয়েক বছরের মধ্যেই অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইকগুলি যথেষ্ট জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। এই ট্রেন্ডে ভর করেই একের পর এক নতুন অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করে চলেছে বেশিরভাগ বাইক নির্মাতারা। সম্প্রতি ট্রায়াম্ফের(Triumph) হাত ধরে লঞ্চ করেছে Tiger Sport 660। এটিকে Baby Tiger নামে আখ্যায়িত করা হয়েছে। অন্যদিকে এই ব্যাঘ্র শাবকের প্রতিদ্বন্দ্বী হিসাবে সম্প্রতি কাওয়াসাকি (Kawasaki) Versys 650 এর আপডেটেড সংস্করনেরও আত্মপ্রকাশ ঘটেছে। এই দুই অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে এই মুহূর্তে রেষারেষি তুঙ্গে। আজকের প্রতিবেদনে এদের মধ্যেই তুলনামূলক আলোচনা করা হলো।

Tiger Sport 660 vs Versys 650: ডিজাইন

ট্রায়াম্ফের নতুন লঞ্চ করা টাইগার ৬৬০ বাইকটি তার বড় টাইগার সংস্করণের থেকে খানিক ভিন্ন। এটি অনেক বেশি স্পোর্টি লুক নিয়ে অবতীর্ণ হয়েছে। অ্যাডভেঞ্চার সেগমেন্টের অন্যান্য মোটরসাইকেলের তুলনায় এটি অনেক বেশি হালকা ও কম্প্যাক্ট বলে অনুভূত হবে। বাইকটির একটানা লম্বা সিট রাইডারকে স্বাচ্ছন্দের সঙ্গে বসার স্বাধীনতা প্রদান করবে।
অন্যদিকে কাওয়াসাকীর বাইকটি যথেষ্ট শার্প লুকের অধিকারী। এর ডিজাইন অনেকাংশেই Versys 1000 এর থেকে ধার নেওয়া। বাইকটির সামনে থাকা বড় এবং অ্যাগ্রেসিভ লুকের ফেয়ারিং অনেক বেশি নজর কাড়তে সক্ষম। যদিও এর ১৭ ইঞ্চির চাকাটি বৃহৎ আকারের বাইকের তুলনায় খানিকটা ছোট বলে মনে হয়।

Tiger Sport 660 vs Versys 650: স্পেসিফিকেশন

ইঞ্জিনের সক্ষমতার উপর বিচার করলে Tiger 660 এর চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে Versys 650। যদিও দুটি বাইকেই ৬- স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে তবে ট্রাম্পের বাইকটিতে অতিরিক্ত ফিচার্স হিসাবে কুইক শিফটার দেওয়া হয়েছে।
টাইগার ৬৬০ বাইকটিতে তিনটি সিলিন্ডার যুক্ত ৬৬০ সিসির ইঞ্জিন লাগানো রয়েছে যা সর্বোচ্চ ৮২ হর্সপাওয়ার শক্তি ও ৬৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে Versys 650 এর ক্ষেত্রে ৬৪৯ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন দেখতে পাওয়া যায়। এই ইঞ্জিনটির সর্বোচ্চ ক্ষমতা ও টর্ক যথাক্রমে ৬৬ এইচপি ও ৬১এনএম।

Tiger Sport 660 vs Versys 650: হার্ডওয়্যার

ট্রায়াম্ফের বাইকটির সামনে ৩১০ মিমি টুইন ডিস্ক ও পিছনে ২৫৫ মিমি ডিস্ক লাগানো রয়েছে। এর ফুয়েল ট্যাংকের তেল ধারণ ক্ষমতা ১৭.২ লিটার এবং সিটের উচ্চতা ৮৩৫ কিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬২ মিমি। বাইকটির কার্ব ওজন ২০৬ কেজি। Versys 650 এর ক্ষেত্রে সামনের চাকাতে ৩০০ মিমি টুইন ডিস্ক ও পিছনে ২৫০ মিমি ডিস্ক রয়েছে। বাইকটির সিটের উচ্চতা ৮৪০ মিমি এবং ট্যাংকের আয়তন ২১ লিটার। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি। ওজন ২১৮ কেজি। কাওয়াসাকীর এই বাইকটিতে সামনে ও পিছনে Showa কোম্পানির সাসপেনশন ব্যবহার করা হয়েছে।

Tiger Sport 660 vs Versys 650: দাম

Versys 650 এর এক্স শোরুম মূল্য ৭.৩৬ লাখ টাকা। তবে ট্রায়াম্ফ এর বাইকটি এর চেয়ে আরো খানিকটা দামি। Tiger Sport 660 এর এক্স শোরুম মূল্য ৮.৯৫ লাখ টাকা।