Apache সিরিজের 50 লক্ষ বাইক বিক্রি করে ইতিহাস সৃষ্টি TVS এর, এত জনপ্রিয় কীভাবে

তামিলনাড়ুর হোসুরে জন্ম হওয়া মোটরবাইক নির্মাণকারী সংস্থা TVS বরাবরই রেসিং সেগমেন্টে এক আলাদা জায়গা স্থাপন করেছে। বর্তমানে এদেশে মোট মোট টু-হুইলার বিক্রি নিরিখে তৃতীয় স্থান দখল করে রয়েছে তারা। শুধুমাত্র ভারতেই নয়, এদেশের পাশাপাশি বহির্বিশ্বেও সমান দক্ষতায় এগিয়ে চলেছে তারা। সারা পৃথিবীতে বর্তমানে ৬০টির বেশি দেশে মোটরসাইকেল বিক্রির কাজে যুক্ত রয়েছে এই ভারতীয় সংস্থা। আর এবার তারা এক অনন্য নজির স্থাপন করল। সমগ্র পৃথিবীজুড়ে তাদের প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড অ্যাপাচির (Apache) ৫০ লক্ষ মডেল বিক্রির মাইলফলক স্পর্শ করল টিভিএস ।

এই প্রসঙ্গে বলা ভালো সংস্থার নিজস্ব ফ্যাক্টরি রেসিং দলের মিলিত প্রচেষ্টাতেই তৈরি হয়েছে অ্যাপাচি সিরিজের বাইকগুলি। এমনকি বিভিন্ন সময়ের আপগ্রেডের মাধ্যমে নানা সেগমেন্টে ফার্স্ট ফিচার যুক্ত হয়েছে এতে। সেগুলির মধ্যে রয়েছে রেস টিউনড ফুয়েল ইঞ্জেকশন (RT-Fi), রাইড মোড, ডুয়েল চ্যানেল এবিএস, রেস টিউনড স্লিপার ক্ল্যাচ, SmartXonnect সহ আরো অনেক কিছুই।

টিভিএস তার অ্যাপাচি সিরিজের মোটরসাইকেল গুলি দুটি আলাদা ক্যাটাগরিতে বিভক্ত করেছে। একটি নেকেড এবং অন্যটি সুপার স্পোর্ট। নেকেড সেগমেন্টের মধ্যে রয়েছে- TVS Apache RTR 160, TVS Apache RTR 160 4V, TVS Apache RTR 180 এবং TVS Apache RTR 200 4V।

অন্যদিকে সুপার স্পোর্ট সেগমেন্টে বিগত ২০১৭ সালে প্রথম পদার্পণ করেছে এই সংস্থা। সেই সময় তার হাতে ছিল Race Replica শ্রেণীর অন্তর্গত TVS Apache RR 310। পরবর্তীতে ২০২১ সালে বিল্ড টু অর্ডার (BTO) প্ল্যাটফর্মের উপর এই মডেলটিকে নতুনভাবে আপডেট করেছে তারা। এর পাশাপাশি অ্যাপাচি সিরিজের গ্রাহকদের দ্বারা তৈরি কমিউনিটিতে নানা ধরনের আকর্ষণীয় পদক্ষেপ বিভিন্ন সময়ে গ্রহণ করেছে TVS।

এই সকল গ্রাহকদের নিয়ে তারা একটি আলাদা অ্যাপাচি ওনার্স গ্রুপ (AOG) তৈরি করেছে, যার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতি মুহূর্তে নিজেদের সংযুক্ত রাখার চেষ্টা করে চলেছে তারা। বর্তমানে এই গ্রুপের গ্রাহক সংখ্যা প্রায় ২.৫ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এমনকি এখানে অংশগ্রহণ করেছে ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বের ৬০টির বেশি শহরে ছড়িয়ে থাকা এই সংস্থার গ্রাহকরা।

উপরন্তু অ্যাপাচি রাইডারদের নিয়ে তৈরি করা হয়েছে APACHE রেসিং এক্সপেরিয়েন্স (ARE) নামের একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে এই সকল রাইডাররা বিভিন্ন খ্যাতনামা বাইক চালকদের থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং তথ্য গ্রহণ করতে পারবেন। এছাড়াও যে সকল ব্যক্তি বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া মোটরসাইকেলের স্টান্ট শো দেখতে পছন্দ করেন তাদের জন্য অ্যাপাচি প্রো পারফরমেন্স (APP) এবং অ্যাপাচি প্রো পারফর্মেন্স এক্সট্রিম (APPX) নামের দুটি পদক্ষেপ গ্রহণ করেছে টিভিএস। এই APPX এর দৌলতে ২০১৯ সালেই এশিয়া বুক অফ রেকর্ড এ নাম নথিবদ্ধ করতে সক্ষম হয়েছে তারা। এই প্ল্যাটফর্ম এর সৌজন্যে ১৪,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত স্পিতি ভ্যালিতে সবচেয়ে বড় স্টান্ট শো উদযাপন করা সম্ভব হয়েছে।