Xiaomi Laser Projector 1S 2022: আগের তুলনায় ৬০ শতাংশ কম দামে লঞ্চ হল শাওমির লেজার প্রোজেক্টর

জনপ্রিয় ইলেকট্রনিক্স ডিভাইস প্রস্তুতকারক Xiaomi চীনের বাজারে তাদের Laser Projector 1S মডেলের একটি ২০২২ রিফ্রেশ সংস্করণ লঞ্চ করেছে। এই নতুন মডেলটি ৪০ মিলিসেকেন্ড (ms) লেটেন্সির অসাধারণ রেসপন্স রেট অফার করে, যা গেমিং অ্যাপ্লিকেশনগুলির জন্য দুর্দান্ত। সাশ্রয়ী মূল্যের Xiaomi Laser Projector 1S 2022 ১৫০ ইঞ্চি পর্যন্ত ছবিকে আকর্ষণীয় ও চমৎকারভাবে প্রজেক্ট করতে পারে। চলুন শাওমির এই নয়া লেজার প্রজেক্টরটির দাম ও বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

শাওমি লেসার প্রজেক্টর ১এস ২০২২-এর মূল্য ও লভ্যতা (Xiaomi Laser Projector 1S 2022 Price and Availability)

চীনে শাওমি লেসার প্রজেক্টর ১এস ২০২২-এর দাম রাখা হয়েছে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,২০০ টাকা)। যদিও, শাওমি তাদের এই প্রজেক্টটারটি শুধুমাত্র দেশীয় বাজারেই উন্মোচন করেছে। তবে, আশা করা যায় যে প্রজেক্টরটি পরবর্তীতে চীনের বাইরের বাজারেও পাওয়া যাবে। তবে, তার জন্য এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি সংস্থা। উল্লেখযোগ্যভাবে, নতুন শাওমি প্রজেক্টরটির দাম ২০২০ সালে লঞ্চ হওয়া পূর্বসূরি মডেলের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম।

শাওমি লেসার প্রজেক্টর ১এস ২০২২-এর স্পেসিফিকেশন (Xiaomi Laser Projector 1S 2022 Specifications)

নতুন শাওমি প্রজেক্টরটির রেজোলিউশন ১,০৮০ পিক্সেল এবং এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কার্যকারিতাও মিলবে। এটি অটোমেটিক ইমেজ এনহ্যান্সমেন্ট, অটোমেটিক-ফোকাসিং-এর পাশাপাশি একাধিক অপারেশনাল মোড অফার করে। প্রজেক্টরটিতে সর্বোচ্চ ২,৪০০ এএনএসআই লুমেন ব্রাইটনেস রয়েছে, যা এর পূর্বসূরির ২,০০০ লুমেনের চেয়ে বেশ কিছুটা বেশি। এর ইমেজ সাইজ প্রজেকশনটি ইমেজ কাস্টিং করার জন্য হাই থ্রো রেশিও থেকে গ্রহণ করা হয়। এটি উন্নত ছবি এবং উন্নত মানের রঙের জন্য এএলপিডি (ALPD) লেজার ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করে। এই নতুন শাওমি প্রজেক্টরটি এআই (AI) ইমেজ কোয়ালিটি এনহান্সমেন্ট অ্যালগরিদম ব্যবহার করে থাকে যা ৪কে (4K) এবং ৮কে (8K) ডিকোডিং সাপোর্ট করে।

এছাড়াও, Xiaomi Laser Projector 1S 2022 তার ১০ ওয়াটের ডুয়েল বিল্ট-ইন স্পিকারের মাধ্যমে যথেষ্ট ভালো সাউন্ড আউটপুট প্রদান করে, যা একটি ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল সাউন্ড স্টেজ তৈরি করতে পারে। ডিভাইসটি ডলবি অডিও এবং ডিটিএস-এইচডি সাউন্ড প্রযুক্তি সমর্থন করে। এই শাওমি প্রজেক্টরটি একটি স্মার্ট ডিভাইস যা অটোমেটিক অপ্টিমাইজড প্রজেকশনের জন্য সেটিংস গ্রহণ করতে পারে। Laser Projector 1S 2022-এ ৪০ মিলিসেকেন্ড লো লেটেন্সির সাথে গেমিং মোড সহ একাধিক সিন মোড উপলব্ধ রয়েছে। প্রজেক্টরটিতে কানেক্টিভিটির জন্য, ডুয়েল ইউএসবি (২.০ এবং ৩.০) এবং এইচডিএমআই (ইএআরসি এবং ২.১) পোর্ট মিলবে। ব্যবহারকারীরা মিজিয়া অ্যাপের মাধ্যমে প্রজেক্টরটিকে মিজিয়া স্মার্ট হোম ইকোসিস্টেমের সাথে সংযুক্ত করতে পারবেন। Xiaomi Laser Projector 1S 2022-কে অ্যাপের মাধ্যমে বা শাও এআই (Xiao AI) ভয়েস কমান্ড ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যাবে।