Chrome, Mozilla, Microsoft-এর ব্রাউজারে দেখা গেল সিকিউরিটি ইস্যু, আপডেট না করলে বিপদ

স্মার্টফোন ব্যবহার করুন বা কম্পিউটার, নির্দিষ্ট ব্রাউজার ছাড়া সমস্ত ডিভাইসই যেন মশলা ছাড়া তরকারি! কারণ ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে ব্রাউজার একান্ত জরুরি। কিন্তু মাঝেমধ্যে এই গুরুত্বপূর্ণ পরিষেবাটিতে এমন কিছু ত্রুটি দেখা যায়, যার কারণে কাজে তো ব্যাঘাত ঘটেই, পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে আপনি যদি Google Chrome, Mozilla Firefox, Microsoft Edge বা Brave-এর মতো কোনো ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করেন তবে আপনার জন্য এরকমই একটি বড় খবর রয়েছে! আসলে সম্প্রতি এই সমস্ত ব্রাউজারেই একটি বড় সিকিউরিটি ইস্যু খুঁজে পাওয়া গেছে।

স্টেক ডায়েরির রিপোর্ট অনুযায়ী, এই ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে হ্যাকাররা আপনার কম্পিউটারে কোড এক্সিকিউট করতে পারে, হ্যাক করতে পারে সিস্টেমও। চলুন, সাবধান থাকতে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এইসব ব্রাউজারে মিলেছে ক্ষতিকারক ত্রুটি, ইউজাররা সাবধান

  • গুগল ক্রোম: ভার্সন ১১৬.০.৫৮৪৬.১৮৭ ((Mac/Linux-এর জন্য)।
  • গুগল ক্রোম: ভার্সন ১১৬.০.৫৮৪৫.১৮৭/.১৮৮ (Windows-এর জন্য)।
  • মজিলা ফায়ারফক্স: ভার্সন ১১৭.০.১
  • ফায়ারফক্স ইএসআর (ESR): ভার্সন ১০২.১৫.১।
  • ফায়ারফক্স ইএসআর: ভার্সন ১১৫.২.১।
  • থান্ডারবার্ড: ভার্সন ১০২.১৫.১।
  • থান্ডারবার্ড: ভার্সন ১১৫.২.২।
  • মাইক্রোসফ্ট এজ: ভার্সন ১১৬.০.১৯৩৮.৮১।
  • ব্রেভ: ভার্সন ১.৫৭.৬৪।

আপনি যদি উল্লিখিত ব্রাউজারগুলির কোনো একটি ব্যবহার করে থাকেন, তাহলে এখনই সাবধান হন। উল্লেখ্য, গুগল, মজিলা, মাইক্রোসফ্ট এবং ব্রেভ বাগ সম্পর্কে তথ্য পেলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে অ্যাপল (Apple) এই ব্রাউজারগুলিতে থাকা বাগের মোকাবিলা করার জন্য নিজেই সিকিউরিটি আপডেট প্রকাশ করেছে। এছাড়াও সিগন্যাল (Signal), টেলিগ্রাম (Telegram), অ্যাফিনিটি (Affinity) ইত্যাদি অ্যাপগুলিও স্বতন্ত্র আপডেট দিচ্ছে। তাই অযাচিত বিপদ থেকে বাঁচতে এই আপডেটগুলি সত্ত্বর ইনস্টল করুন।