পুজোর মরশুমে লঞ্চ হতে চলা Hero-র বাইক ও স্কুটারের তালিকা দেখে নিন, জানুন কী ফিচার থাকবে

পুজোর মরসুমে ভারতের বাজারে নিজেদের একগুচ্ছ বাইক ও স্কুটারের লঞ্চের কথা ঘোষণা করলো ভারতের অন্যতম টু হুইলার প্রস্তুতকারী সংস্থা Hero MotoCorp। সংস্থার তরফে ইতিমধ্যেই কয়েকটি বাইকের টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়াও সংস্থাটির বেশ কিছু টু-হুইলারের নতুন ভ্যারিয়েন্ট এবং স্পেশাল এডিশনের টেস্টিং ভিডিও ফাঁস হয়েছিল। এ থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে খুব শীঘ্রই দেশীয় বাজারে নিজেদের একাধিক বাইক ও স্কুটার আনতে চলেছে Hero MotoCorp। আসুন জেনে নেওয়া যাক কোন কোন বাইক ও স্কুটার এই পুজোর সময় হতে চলেছে।

Hero XPulse 200 4V

Hero-র এই অ্যাডভেঞ্চার বাইকটির টিজার ভিডিও সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত হয়েছে এবং এটি আগামীকাল লঞ্চ হতে চলেছে। এর ২০০ সিসি ডিসপ্লেসমেন্টের ইঞ্জিনটিতে চারটে ভাল্ব রয়েছে, যা ইঞ্জিনে অধিক জ্বালানি এবং বাতাস প্রবেশের সহায়তা করবে। বাইকটির দাম আগামীকাল জানা যাবে।

Hero Xtreme 160R Stealth Edition

কিছুদিন আগেই ১৬০ সিসি-র এই বাইকটির ছবি ফাঁস হয়েছিল। বাইকটি যে শীঘ্রই লঞ্চ হতে পারে তা অনুমান করা গিয়েছিল। এবার লঞ্চের খবরটিতে সিলমোহর দিয়ে আগামীকালই এর আত্মপ্রকাশ ঘটতে চলেছে বলে জানাল Hero। যদিও এর দাম সম্পর্কে এখনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি। Hero Xtreme 160R Stealth Edition এর বডিতে ডার্ক থিম পেইন্ট একে আরও স্টাইলিশ লুক দিয়েছে।

Hero Pleasure Plus Xtec

Hero Pleasure Plus Xtec স্কুটারটি দিওয়ালির আগে লঞ্চ হতে পারে। এর আগে Glamour এর Xtec ভার্সনের বাইকটি লঞ্চ করেছিল Hero। Glamour Xtec এর মত এই স্কুটারটিতে নতুন ফিচার যেমন ব্লুটুথ কানেক্টিভিটি, নতুন মেটালিক হলুদ কালার স্কিম, প্রিমিয়াম ক্রোম একসেন্টস, ক্রোমড মিরর এবং গার্নিশড হেড ল্যাম্প থাকতে পারে।

Hero Maestro Edge 125

Hero ইতিমধ্যেই স্মার্ট হিরো কানেক্ট মবিলিটি ফাংশন নামক ফিচারটি Xtreme 160R, Xpulse 200, Destini 125, Pleasure Plus এবং Pleasure Plus Platinum Edition টু হুইলারগুলিতে নিয়ে এসেছে। এবার এই একই ফিচার Hero Maestro Edge 125 স্কুটারেও আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। এই স্কুটারটির লঞ্চের দিনক্ষণ সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানায়নি সংস্থাটি। তবে দিওয়ালির আগেই যে এটির আত্মপ্রকাশ ঘটবে তা একপ্রকার নিশ্চিত।

2021 Hero Xtreme 200S

সম্প্রতি এই বাইকটির টেস্টিংয়ের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যা থেকে এর লঞ্চ শীঘ্রই হতে পারে বলে অনুমান করা গিয়েছিল। এক্সটেরিয়র পেইন্ট স্কিম, টুইকড পাওয়ারট্রেন, এবং আরো কিছু নতুন ফিচারের সাথে লঞ্চ হতে পারে Hero Xtreme 200S বাইকটি। লঞ্চের পরেই এর দাম জানা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন