Lenovo লঞ্চ করতে চলেছে ৬০০০ mAh ব্যাটারির নতুন ফোন

চীনা টেক কোম্পানি Lenovo তাদের নতুন ফোন লঞ্চের তোড়জোড় শুরু করলো। সম্প্রতি তারা একটি নতুন স্মার্টফোনের টিজার পোস্ট করেছে। যদিও টিজারে ফোনটির নাম জানানো হয়নি, তবে ‘৬’ সংখ্যাটিকে হাইলাইট করা হয়েছে। এই টিজারে ফোনটির দুটি কালার ভ্যারিয়েন্টের আভাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি TENAA -র লিস্টিংয়েও লেনোভোর নতুন একটি স্মার্টফোনের হদিস মিলেছে‌। এই স্মার্টফোনের মডেল নম্বর XT2091-7। আগামী কয়েকদিনের মধ্যে ফোনটি চীনে লঞ্চ হতে পারে।

Lenovo XT2091-7 এর স্পেসিফিকেশন

আগেই বলেছি Lenovo -র প্রকাশিত টিজারে শুধুমাত্র ৬ সংখ্যাটির উল্লেখ রয়েছে। ফোনটি গ্রীণ আর ব্লু – এই দুই রঙের বিকল্পে বাজারে আসতে পারে বলে আমাদের অনুমান। লিনোভোর টিজারে সেরকমটাই দেখা গেছে। এদিকে TENAA -র লিস্টিংয়ের ওপর ভিত্তি করে বলতে হয় Lenovo XT2091-7 ফোনটিতে থাকবে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে। ফোনটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ চীনে লঞ্চ করা হবে। এছাড়া Lenovo -র এই আসন্ন স্মার্টফোন ৯.৬ ইঞ্চি পুরু হবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ নির্ভর ওএসের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে স্পেসিফিকেশন দেখে অনুমান এই ফোনটি কিছুদিন আগে ইউরোপে লঞ্চ হওয়া Moto G9 Power এর রিব্র্যান্ডের ভার্সন হবে। কারণ মোটো জি৯ পাওয়ার ফোনেও ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও দুটি ফোনের মডেল নম্বরে বিশেষ কোনো পার্থক্য নেই। যেখানে TENAA তে Lenovo ফোনটির মডেল নম্বর XT2091-7, সেখানে আমেরিকার সার্টিফিকেশন সাইট FCC তে মোটোরোলা ফোনটির সার্টিফিকেশন নম্বর ছিল XT2091-8।

উল্লেখ্য, এর আগেও Lenovo বেশ কয়েকটি Motorola ফোনের রিব্র্যান্ডেড বিকল্প বাজারে এনেছে। কিছুদিন আগেই আমরা Motorola Moto G9 ফোনটিকে লিনোভো কে১২ নোট নামে বাজারে লঞ্চ হতে দেখেছি। আরও একবার লেনোভো সেই পথ অনুসরণ করতে চলেছে বলেই আমাদের অনুমান।

Moto G9 Power এর স্পেসিফিকেশন

লেনোভোর আসন্ন স্মার্টফোনটি মোটোরোলা জি৯ পাওয়ারের রিব্র্যান্ডেড ভার্সন হলে এদের স্পেসিফিকেশনেও বিশেষ তফাত থাকবেনা। Moto G9 Power ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৬৪০।

মোটো জি৯ পাওয়ার ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি সহ এসেছে। এছাড়া এই ফোনে আছে ৬০০০ এমএএইচের ব্যাটারি, যার সাথে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে।

ফটোগ্রাফির জন্য Moto G9 Power ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের (অ্যাপারচার এফ/১.৮)। এছাড়া অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর (এফ/২.৪)।

সেলফির জন্য মোটো জি৯ পাওয়ার ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা (এফ/২.২৫) দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ফিচার সহ এসেছে।

Moto G9 Power এর দাম

মোটোর এই ডিভাইসটির দাম ১৯৯ ইউরো ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭,৫০০ টাকা।