Bikes-Scooters Launched in November: নভেম্বরে বাজারে আসল চমৎকার সব বাইক ও স্কুটার, রইল তালিকা

২০২২-এর নভেম্বর সদ্য শেষ হয়েছে। অক্টোবরের মতো গত মাসেও ভারতের বাজারে বিভিন্ন সেগমেন্টে একাধিক টু-হুইলার লঞ্চ হয়েছে। যার মধ্যে পেট্রোল ও বৈদ্যুতিক উভয় ভার্সনই বর্তমান। স্কুটার থেকে শুরু করে স্পোর্টস বাইক – সকল প্রকার গ্রাহকদের জন্যই সুখবর নিয়ে হাজির হয়েছিল বিভিন্ন কোম্পানি। আসুন গত মাসে লঞ্চ হওয়া টু-হুইলারগুলির সম্পর্কে এক নজরে দেখে নিই।

Ultraviolette F77

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে গত মাসে ভারতের বাজারে পা রেখেছে দেশের দ্রুততম ইলেকট্রিক মোটরসাইকেল Ultraviolette F77। এর দাম ৩.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। মূল্যের বিচারে বেশ মহার্ঘ হলেও, তেমনই ফিচার দ্বারা সজ্জিত হয় হয়ে এসেছে এটি।

Bajaj Pulsar P150

আইকনিক রেসিং বাইক পালসার ১৫০-এর নতুন প্রজন্মের মডেল হিসেবে গত মাসে বাজাজ এদেশে Pulsar P150 লঞ্চ করেছে। এর মূল্য ১,১৬,৭৫৫ টাকা (এক্স-শোরুম)। নিজস্ব ঘরানা বজায় রাখলেও ডিজাইনের দিক থেকে নতুন প্রজন্মের এই মডেলটি একটু ভিন্ন।

Kawasaki Ninja 650

কাওয়াসাকি তাদের Ninja 650 এর আপডেটেড মডেল লঞ্চ করেছে। বিদায়ী মডেলের চাইতে যার দাম ১৭,০০০ টাকা অধিক। এটি সিঙ্গেল লাইম গ্রীন শেড সহ হাজির হয়েছে। এতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম।

QJ Motor Bikes

চীনা সংস্থা QJ Motor গত মাসে ভারতের টু-হুইলারের বাজারে পা রেখেছে। সাথে সংস্থাটি চার চারটি বাইক লঞ্চ করেছে। নেকেড থেকে রেট্রো স্টাইলের মডেলগুলির ইঞ্জিন ২৫০-৫০০ সিসির মধ্যে। ক্রেতাদের হরেক পছন্দকে গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি।

Komaki Flora

দেশীয় সংস্থা Komaki গত মাসে তাদের একটি উচ্চগতির ইলেকট্রিক স্কুটার Flora বাজারে হাজির করেছে। একাধিক আকর্ষণীয় ফিচার দ্বারা সমৃদ্ধ স্কুটারটির সর্বোচ্চ রেঞ্জ ১০০ কিলোমিটার। যদিও সর্বাধিক গতিবেগ কত, তা জানানো হয়নি। এর দাম ৭৮,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।