New Bikes Launch in December: বছরের অন্তিম সময়েও চমক, ডিসেম্বরে ভারতে আসছে এই দুই দুর্দান্ত বাইক

উৎসবের মাস অক্টোবরের পর নভেম্বরেও ভারতের গাড়ি বাজার একাধিক আকর্ষণীয় টু-হুইলার লঞ্চের সাক্ষী থেকেছে। বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরেও সেই ধারা বজায় থাকবে বলেই ইঙ্গিত পাওয়া যাবে গিয়েছে। প্রিমিয়াম বাইক নির্মাতা বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) থেকে হিরো মোটোকর্প (Hero MotoCorp) – এই দুই সংস্থার দুটি নতুন মোটরসাইকেল এ মাসেই বাজারে আসছে। আসুন আসন্ন মডেলগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

2023 BMW S 1000 RR

সেই ২০১৯-এ BMW S 1000 RR সুপারস্পোর্টস বাইকটি শেষবারের মতো বড় আপডেট পেয়েছিল। এবারে সুপারস্পোর্টস বাইকটি নতুন সংস্করণে হাজির হতে চলেছে। নয়া বাইকটি আকার আকৃতিতে বিদায়ী মডেলের চাইতে ছোট বলেই মনে করা হচ্ছে। এতে থাকবে একটি নতুন ডিজাইনের ফ্রন্ট, WSBK থেকে অনুপ্রাণিত উইঙ্গসলেট। এই আপডেটেড বাইকটি ‘ইন্ডিয়া বাইক উইক’-এ হাজির হতে পারে।

আপডেট হিসেবে S 1000 RR-তে দেওয়া হতে পারে ইনলাইন-ফোর ইঞ্জিন। যা থেকে ২০৯.৩৮ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। ফিচারের মধ্যে থাকতে পারে নতুন স্লাইড কন্ট্রোল ফাংশন এবং ব্রেক স্লাইড অ্যাসিস্ট। এছাড়া বাজার চলতি মডেলের বৈশিষ্ট্য যেমন চার রাইডিং মোড, কর্নারিং ট্রাকশন কন্ট্রোল, ব্রেক স্লাইড অ্যাসিস্ট সহ ফোর মোড কর্নারিং এবিএস এবং হিল স্টার্ট কন্ট্রোল থাকবে।

চ্যাসিসের প্রসঙ্গে বললে, সেখানেও সামান্য পরিবর্তন নজরে পড়বে। ২০২৩ মডেলটি তিনটি নতুন কালার স্কিম সহ হাজির হবে। চলতি মাসের শেষের দিকে বাজারে বাইকটি হাজির করতে পারে বিএমডব্লিউ মোটোরাড। এর দাম বাজার চলতি মডেলের চাইতে ১.৫ লক্ষ টাকা বেশি রাখা হতে পারে। এদেশে বাইকটির বর্তমান বাজার মূল্য ১৯,৭৫,০০০ টাকা (এক্স-শোরুম)।

Hero Xpulse 200T 4V

হিরো ইতিমধ্যেই তাদের আসন্ন Xpulse 200T 4V এর টিজার প্রকাশ করেছে। যা দেখে অনুমান করা হচ্ছে ডিসেম্বরেই বাজারে লঞ্চ হবে এটি। আবার ভারতের রাস্তায় প্রায় ট্রায়াল চলাকালীন বাইকটির একাধিকবার দর্শন পাওয়া গিয়েছে। রেট্রো স্টাইলের মডেলটিতে নতুন ফ্লাই স্ক্রীন এবং ফর্ক গেইটার যুক্ত করে হিরো এর দ্শনে নয়া মাত্রা যোগ করেছে।

Hero Xpulse 200T 4V-এর এয়ার ওয়েল কুল্ড ইঞ্জিনটি থেকে ১৯.১ পিএস শক্তি এবং ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। আশা করা হচ্ছে বর্তমানে বাজার চলতি মডেলটির (১,২৪,৩৯৬ টাকা) চাইতে ৬,০০০ টাকা বেশি মূল্যে হাজির হবে বাইকটি।