TVS পরশুদিন নতুন 125cc মোটরসাইকেল লঞ্চ করবে, ফিচার্স জানলে তাজ্জব হয়ে যাবেন!

গত বছরের সেপ্টেম্বর ভারতে ১২৫ সিসির দুর্দান্ত স্টাইলিশ কমিউটার বাইক Raider লঞ্চ করেছিল টিভিএস (TVS)। সে সময় সংস্থাটি ঘোষণা করেছিল যে পরবর্তীতে তারা আরও উন্নত ফিচার্সের সাথে Raider-এর একটি টপ ভ্যারিয়েন্ট লঞ্চ করবে। প্রায় এক বছর বাদে এবারে টিভিএস তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে চলেছে।

একটি টিজার প্রকাশ করে সংস্থাটি নিশ্চিত করেছে যে পরশুদিন অর্থাৎ ১৯ অক্টোবর তারা একটি নতুন মডেল হাজির করবে। যা দেখে অনুমান করা হচ্ছে এটি আর কোনো মডেল নয় বরং TVS Raider-এর নয়া সংস্করণ। বাইকটি এমনিতেই একঝাঁক দুর্দান্ত ফিচার দ্বারা ঠাসা। যার মধ্যে কিছু এই সেগমেন্টে প্রথম। পারফরম্যান্সও অনবদ্য। নতুন মডেলটি আরও বিশ্বমানের সব ফিচার দ্বারা সজ্জিত করে আনা হবে।

নতুন টিভিএস রাইডারে এলসিডি কনসোলের বদলে একটি ৫-ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া, Raider এর নয়া ভ্যারিয়েন্টে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজিক কন্ট্রোল এবং কল/মেসেজ নোটিফিকেশন অ্যালার্টের মতো বৈশিষ্ট্য থাকবে। টিজারে এ সব কিছুই নিশ্চিত করা হয়েছে সংস্থার তরফে।

প্রসঙ্গত, বর্তমান রাইডার মডেলে ইকো/পাওয়ার রাইডিং মোড, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর এবং লো ব্যাটারি ও সার্ভিসিংয়ের জন্য রিমাইন্ডার বৈশিষ্ট্য উপস্থিত। বাইকটি ১২৪.৮ সিসি এয়ার-অয়েল-কুল্ড ইঞ্জিনে চলে। যা থেকে ১১.৩৮ পিএস শক্তি ও ১১.২ এনএম টর্ক উৎপন্ন হয়। পিলিয়ন সিটের নীচে ছোট্ট স্টোরেজ স্পেস রয়েছে। যেখানে কাগুজে নথি, পাওয়ার ব্যাঙ্ক, ফোন-সহ বিভিন্ন ডিভাইস ধরে যায়।

বলা বাহুল্য নতুন ফিচার ব্যতীত আপকামিং ভ্যারিয়েন্টের সবকিছু অপরিবর্তিত থাকবে। ডিস্ক ভ্যারিয়েন্টের থেকে ৪,০০০ টাকা দামী হওয়ার সম্ভাবনা। যা এখন ৯৩,৪৮৯ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হয়। কাজেই বাইকটির নয়া মূল্য প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। ভারতের বাজারে Bajaj Pulsar NS 125, Honda SP125 এবং Hero Glamour Xtec-এর সঙ্গে নয়া TVS Raider 125-এর প্রতিযোগিতা চলবে।