সিম ছাড়াই কল-মেসেজ, ফোনে অবশেষে স্যাটেলাইট কলিং ফিচার আনল Xiaomi

Xiaomi 14 এবং Xiaomi 14 Pro গত বছর নভেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। সঙ্গে Xiaomi 14 Pro-এর বিশেষ টাইটানিয়াম ফ্রেম যুক্ত ভ্যারিয়েন্টও এনেছিল সংস্থা। এদিকে গতকাল Xiaomi 14 Ultra রিলিজ হয়েছে। একইসাথে Xiaomi 14 Ultra Titanium Special Edition এবং Xiaomi 14 Pro Titanium Special Edition Satellite Communication নামে দু’টি মডেল উন্মোচন করা হয়েছে। Pro মডেলের স্পেশাল এডিশনটি আগের টাইটানিয়াম মডেলটির আপগ্রেড করা ভার্সন, যা স্যাটেলাইট কমিউনিকেশন অফার করে। তাই নতুন ভ্যারিয়েন্টটি আগেরটির তুলনায় সামান্য দামী। কত দামে বিক্রি হচ্ছে ফোনটি, আসুন জেনে নেওয়া যাক।

Xiaomi 14 Pro Titanium Special Edition Satellite Communication লঞ্চ হল

শাওমি ১৪ প্রো টাইটানিয়াম স্পেশাল এডিশন স্যাটেলাইট কমিউনিকেশন মডেলটির দাম রাখা হয়েছে ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮০,৬১০ টাকা), যা একে রেগুলার টাইটানিয়াম ভ্যারিয়েন্টের চেয়ে ৫০০ ইউয়ান (প্রায় ৫,৭৬০ টাকা) দামী করে তোলে। প্রসঙ্গত, গত বছর লঞ্চ হওয়া শাওমি ১৪ প্রো টাইটানিয়াম স্পেশাল এডিশনের একমাত্র ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ মডেলের মূল্য ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৪,৮৫০ টাকা)।

লেটেস্ট শাওমি ১৪ প্রো টাইটানিয়াম স্পেশাল এডিশন স্যাটেলাইট কমিউনিকেশন পুরানো নন-স্যাটেলাইট মডেলেরই বিকল্প হিসাবে এসেছে, যা গত বছর উচ্চ চাহিদা থাকা সত্ত্বেও কম উৎপাদনের কারণে সীমিত পরিমাণে বিক্রি করা হয়েছিল। শাওমি ১৪ প্রো-এর টাইটানিয়াম ভ্যারিয়েন্টের প্রতি এখনও যারা আগ্রহী, তারা এটি এখন বেছে নিতে পারেন। ফোনটি ইউজারদের জরুরি অবস্থায় নেটওয়ার্কবিহীন স্থান থেকে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করার সুবিধা প্রদান করবে। তবে সংস্থাটি এই মডেলের উপলব্ধতার বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি।

চীনে Xiaomi 14 Ultra Titanium Special Edition-এর সেল আগামী ১২ মার্চ সকাল ১০ টা (স্থানীয় সময়) থেকে শুরু হবে৷ দাম রাখা হয়েছে ৮,৭৯৯ ইউয়ান (প্রায় ১,০১,৩৪০ টাকা), যা ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ অফার করে৷ শোনা যাচ্ছে যে Xiaomi 14 Pro গ্লোবাল মার্কেটে না এলেও, Xiaomi 14 Ultra মডেলটি আসবে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2024) ইভেন্ট চলাকালীন আগামী ২৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে এটি উন্মোচন করা হবে।