দেখতে অনেকটা TVS Scooty Zest, সস্তায় 125 সিসির ছোট স্কুটার আনল Yamaha

মোটরসাইকেলের প্রতি অসংখ্য মানুষের প্রেম থাকলেও এ বিশ্বে স্কুটার ব্যবহারকারীর সংখ্যাও নেহাত কম নয়। এগুলি চালানো সহজ, কারণ গিয়ার বা ক্লাচের কোনো ঝক্কি পোহাতে হয় না। যানজট পূর্ণ রাস্তায় তাই স্কুটারের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। যা দেখে এবারে জাপানি টু-হুইলার সংস্থা ইয়ামাহা (Yamaha) নিজের দেশে একটি স্কুটার লঞ্চ করল। যার নাম Jog 125। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি ১২৫ সিসি স্কুটার। এটি ভারতে উপলব্ধ TVS Scooty Zest-এর মতো অবিকল দেখতে।

সাশ্রয়ী মূল্যের Yamaha Jog 125-এর ১২৫ সিসি ইঞ্জিনটি থেকে ৮.২ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। এর জগ (Jog) নামটি আমেরিকার বাজারে আসা একটি স্কুটারের থেকে নেওয়া হয়েছে। যেটি ১৯৮৬ সালে লঞ্চ হয়েছিল। এটি ৫০-৯০ সিসি ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যেত। নতুন লঞ্চ হওয়া ইয়ামাহার এই স্কুটারটিও শহরের রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত এবং সস্তার মডেল।

Jog 125-এ রয়েছে একটি স্মার্ট মোটর জেনারেটর, যাতে ইঞ্জিনটি নিঃশব্দে চালু করা যায়। এর ফিচারের তালিকায় উপলব্ধ অপশনাল ইউএসবি চার্জার এবং ২১.৩ লিটারের স্টোরেজ স্পেস। যা সত্যিই প্রশংসার দাবি রাখে। এছাড়াও ফ্রন্ট অ্যপ্রনে জিনিসপত্র রাখার জায়গা এবং ব্যাগ ঝোলানোর জন্য একটি হুক রয়েছে। তবে স্কুটারটির ওজন মাত্র ৯৫ কেজি। যা স্কুটার Zest 110-এর চাইতেও ৮ কেজি কম। তবে Scootey Pep Plus-এর তুলনায় দুই কেজি বেশি।

এটিকে, Scootey Pep Plus-এ রয়েছে একটি 97 সিসি ইঞ্জিন। তবে ইয়ামাহার সদ্য লঞ্চ হওয়া Jog 125 স্কুটারটির ভারতের বাজারে লঞ্চ হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের বাজারে জাপানি সংস্থাটি Fascino 125 ও Ray ZR 125 বিক্রি করে। এদের পারফরমেন্সও ওর সমতুল্য। এদের ওজন (কার্ব) ৯৯ কেজি