TVS-এর বিরাট চমক, 23 আগস্ট ঢাকঢোল পিটিয়ে লঞ্চ হতে পারে Ntorq ইলেকট্রিক

ভারতে ইলেকট্রিক টু-হুইলারের ক্রমবর্ধমান চাহিদা দেখে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) এ মাসেই একটি অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটার উন্মোচন করতে চলেছে। অনুমান করা হচ্ছে, এটি ২০১৮ অটো এক্সপো-তে হইচই ফেলে দেওয়া ইলেকট্রিক স্কুটার কনসেপ্ট Creon-এর উপর ভিত্তি করে আসবে। তার আগে হোসুরের সংস্থাটি আপকামিং মডেলটির টিজার প্রকাশ করেছে।

টিভিএস সূত্রে খবর, ২৩ আগস্ট দুবাইয়ের মাটিতে তারা একটি নতুন টু-হুইলারের উপর থেকে পর্দা সরাতে চলেছে। টিজারে কেবলমাত্র স্কুটারটির অ্যাপ্রন, হেডলাইট এবং ইন্ডিকেটরের ঝলক দেখানো হয়েছিল। এতে দেখানো ভার্টিক্যাল হেডলাইট ইউনিটের সাথে Creon ই-স্কুটারের কনসেপ্ট ভার্সনের মিল বর্তমান।

TVS-এর ইলেকট্রিক স্কুটার : Creon নাকি Entorq

Creon ই-স্কুটারটি দর্শনের দিক থেকে যথেষ্ট স্পোর্টি স্টাইলের। টুইন স্পার বিম ফ্রেমের উপর ভিত্তি করে এসেছিল এটি। প্রোটোটাইপ মডেলে দেওয়া হয়েছিল ১১.৭৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর, যা ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ ৫.১ সেকেন্ডে তুলতে সক্ষম বলে দাবি করা হয়েছিল।

এদিকে আরেক সূত্রের দাবি, নয়া মডেলটি Ntorq-এর ইলেকট্রিক ভার্সন হিসাবে আসবে। সে ক্ষেত্রে Entorq নামে আত্মপ্রকাশ করতে পারে এটি।পারফরম্যান্সের নিরিকে এটি iQube-কে ছাপিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ভারতের বাজারে উপলব্ধ Ather 450X, Ola S1 Pro ও Hero Vida V1-এর সাথে এটি টক্কর চালাবে।