Moto G60 ও Moto G40 Fusion আসছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও দুর্ধর্ষ ফিচার সহ

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Motorola যে তার Moto G সিরিজের আওতায়, ফের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার কথা ভাবছে – তাহা আমাদের অজানা নয়। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা, এই হ্যান্ডসেটগুলি সম্পর্কে একের পর এক চমকপ্রদ তথ্য ফাঁস করে চলেছেন। যেমন, কিছুদিন আগে মুকুল দাবি করেন Moto G সিরিজের নতুন ফোনগুলি মিডরেঞ্জ সেগমেন্টে আসবে এবং এগুলিতে অকল্পনীয় ফিচার থাকবে। এরপর দিন দুয়েক আগে তিনি বলেন যে, Moto-র এই আসন্ন ফোনগুলি Moto G60 এবং G40 Fusion নামে আসবে। একই সাথে ফোনগুলির কিছু সম্ভাব্য স্পেসিফিকেশনও প্রকাশ্যে এনেছেন মুকুল।

মুকুলের সাম্প্রতিক টুইট পোস্ট অনুযায়ী, Moto G60 বা G40 Fusion – দুটি ফোনেই হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং একই রকম চিপসেট পাওয়া যাবে। সেক্ষেত্রে, আসন্ন স্মার্টফোনদুটিতে টিয়ারড্রপ নচ সহ ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। তবে এগুলিতে AMOLED বা LCD প্যানেল ব্যবহার করা হবে কিনা সেবিষয়ে এখনো কোনও নিশ্চয়তা নেই। এছাড়া G60 বা G40 Fusion-এ ৬,০০০ এমএএইচ বেহেমথ ব্যাটারি এবং নিদেনপক্ষে ২০ ওয়াট ফাস্ট চার্জিং বিদ্যমান থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে সামগ্রিক পারফরম্যান্সের উন্নতির জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও জল্পনা রয়েছে যে Moto G60 ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে এবং এর ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সিস্টেম দেখা যাবে। অন্যদিকে, Moto G40 Fusion-এ ১৬ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের একটি করে সেন্সর থাকতে পারে।

তদ্ব্যতীত, উক্ত দুটি ফোনেই ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 2.1 স্টোরেজ পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এগুলি অ্যান্ড্রয়েড ১১ ওএসে চলবে এবং গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করার জন্য দুটি ফোনেই পৃথক বাটন থাকবে বলেও আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন