iQOO ভারতে আয়োজন করল প্রথম BGMI গেমিং টুর্নামেন্ট, রয়েছে ৫ লাখ টাকা পুরস্কার

স্মার্টফোন ব্র্যান্ড iQOO তাদের দুই বছরের সফরে ইতিমধ্যেই বেশ কয়েকটি গেমিং কেন্দ্রিক স্মার্টফোন লঞ্চ করেছে। তবে স্মার্টফোন তৈরিতে থেমে না থেকে এখন ই-স্পোর্টস ইন্ডাস্ট্রিতেও প্রবেশ করলো সংস্থাটি। পেশাদার গেমারদের উৎসাহিত করার পাশাপাশি, দক্ষতা প্রদর্শনের জন্য তাদের একটি বিশেষ প্ল্যাটফর্ম দেওয়ার উদ্দেশ্যে iQOO ‘All Stars Cup’ নামক ভারতের প্রথম Battlegrounds Mobile India (BGMI) টুর্নামেন্ট নিয়ে এসেছে। গত কাল, অর্থাৎ ২৬শে আগস্ট সন্ধ্যা ৬টা থেকে টুর্নামেন্টটি শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত। ছয়দিন ব্যাপী এই ই-স্পোর্টস ব্যাটেলকে সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেল (iQOO ESPORTS) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

৫ লক্ষ্য টাকার পুরস্কার দেবে iQOO

‘iQOO All Stars Cup’ টুর্নামেন্টে ভারতের সেরা ১৬টি BGMI টিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং পুরস্কার মূল্য রাখা হয়েছে ৫ লক্ষ টাকা। টুর্নামেন্টের শীর্ষ তিনটি টিমকে অর্থ ভাগ করে দেওয়া হবে। শুধু তাই নয়, “Fully Loaded Performer” ক্যাটাগরির অধীনে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ ওরফে MVP টিমকেও পুরস্কৃত করা হবে।

এই প্রসঙ্গে iQOO সংস্থার মার্কেটিং ডিরেক্টর গগন অরোরা বলেছেন, “iQOO All Stars Cup এমন একটি অনন্য উদ্যোগ, যা দেশে ই-স্পোর্টস ইন্ডাস্ট্রিকে আরো উন্নত করতে সাহায্য করবে। এই টুর্নামেন্ট প্রতিভাবান পেশাদার গেমারদের জন্য তাদের বেস্ট গেম-স্ট্রিমিং দক্ষতাকে প্রদর্শন করার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। আমরা ক্রমবর্ধমান ই-স্পোর্টস স্পেসের উত্থানে বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাই দেশের পরবর্তী প্রজন্মের গেমারদের ক্ষমতায়িত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।”

প্রসঙ্গত, সংস্থাটি এই টুর্নামেন্টকে সফল করতে কৌতুক অভিনেতা তন্ময় ভট্ট (Tanmay Bhatt) ও সামায় রায়না (Samay Raina), ইউটিউব টিম, GameFleet -এর সাথে হাত মিলিয়েছে। জানিয়ে রাখি, iQOO-এর পাশাপাশি গেম ডেভলপার সংস্থা The game’s creator এবং Krafton-ও ভারতে BGMI কেন্দ্রিক ই-স্পোর্টস ইভেন্টের আয়োজন করবে বলে ঘোষণা করেছে। আগামী মাসে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এই বছর ৫০ মিলিয়নেরও বেশি ভারতীয় ডাউনলোড করেছে BGMI অ্যান্ড্রয়েড অ্যাপ

ভারতের মোবাইল গেমিং কমিউনিটির কাছে ই-স্পোর্টসকে জনপ্রিয় করার নেপথ্যে আছে PUBG Mobile, যা গত বছর ভারত সরকার দ্বারা নিষিদ্ধ হয়। তবে এরই ভারতীয় ভার্সন হিসেবে কয়েকমাসে আগে লঞ্চ হয় BGMI বা ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। লঞ্চের পর থেকে ইতিমধ্যেই ৫০ মিলিয়ন অ্যান্ড্রয়েড ইউজার গেমটি ডাউনলোড করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন