KTM Duke 125 এর সঙ্গে হবে পাঙ্গা, ভারতে আসার আগে ইউরোপে Scrambler বাইক লঞ্চ করল Zontes

চীনা টু-হুইলার নির্মাতা Zontes খুব শীঘ্রই পাঁচটি বাইকের হাত ধরে ভারতের মোটরসাইকেল বাজারে প্রবেশ করতে চলেছে। এ দেশে তাদের প্রতিটি মডেল হবে ৩৫০ সিসির। তার আগে অবশ্য সংস্থাটির আর্ন্তজাতিক পোর্টফোলিও ১২৫ সিসির এক নতুন বাইকে সমৃদ্ধ হল। Zontes সম্প্রতি চিনে 125 GK Scrambler লঞ্চ করেছে। যার মুখ্য প্রতিপক্ষ KTM Duke 125।

অন্যান্য স্ক্র্যাম্বলার বাইকের মতো নিও রেট্রো ডিজাইন নিয়ে এসেছে এটি। গোল এলইউডি হেডলাইটের চারপাশে এলইডি ইন্ডিকেটর রয়েছে। স্ল্যাশ কাট এগজস্ট বাইকটির স্টাইল আরও উন্নত করেছে। Zontes 125 GK Scrambler ইউরো ফাইভ মাপকাঠি মেনে তৈরি ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের সাথে এসেছে।

পারফরম্যান্সের প্রসঙ্গে আসলে, বাইকটি ১৪.৭ বিএইচপি ক্ষমতা উৎপন্ন করবে। সাথে সিক্স স্পিড গিয়ারবক্স। যা সাধারণত এত কম ডিসপ্লেসমেন্টযুক্ত ইঞ্জিনে দেখা যায় না। ফুয়েল ট্যাঙ্গে সর্বোচ্চ ২০ লিটার তেল ধরবে। বাইকটির ওজন ১৬০ কেজি।  টিএফটি ডিসপ্লে থাকার কারণে নানা তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। সাসপেনশনের জন্য সামনে ইউএসডি ফর্ক এবং পিছনে মনোশক দেওয়া হয়েছে৷ দুই চাকায় একটি করে ডিস্ক।

এছাড়া, Zontes 125 GK Scrambler অতিরিক্ত সুরক্ষা রূপে বেলি প্যান এবং ইঞ্জিন ক্র্যাশ গার্ড পেয়েছে। বাইকটি ডুয়াল পারপাজ টায়ারে মোড়া ১৭ ইঞ্চি স্পোক হুইলে দৌড়বে। তিনটি পেইন্ট স্কিমে উপলব্ধ হবে এটি – গ্রে/ইয়েলো, ব্ল্যাক/গ্রে, এবং ব্ল্যাক/অরেঞ্জ। দাম ৪,২৬০ ইউরো (প্রায় ৩.৩ লাখ)৷ একটি ১২৫ সিসি মোটরসাইকেলের ক্ষেত্রে এই মূল্য অত্যাধিকই বলা চলে।

ইতিমধ্যেই ভারতে পাঁচটি মোটরসাইকেল লঞ্চের ঘোষণা করেছে সংস্থাটি। যেগুলি হল 350R, 350T ADV, 350T, 350X এবং GK350। প্রতিটিই আলাদা ক্যাটাগরির৷ বাইকগুলি নেকেড, স্পোর্টস, ক্যাফে রেসার, ট্যুরার এবং অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে আসবে। সংস্থার দাবি, ৮০ শতাংশ যন্ত্রাংশ এবং কম্পোনেন্ট নিজেদেরই এবং ফুয়েল ইনজেকশন সিস্টেম, এবিএস, টায়ার এবং পিস্টনের মতো বাকি যন্ত্রাংশগুলি অন্য ব্র্যান্ড তাদেরকে সরবরাহ করে।