Scooter: দুর্ধর্ষ লুক, সঙ্গে ফিচারও বেশ খাসা, ভারতে প্রদর্শনের পর অবশেষে লঞ্চ হয়ে গেল এই ম্যাক্সি-স্কুটার

Zontes 350D ম্যাক্সি-স্কুটার ইউরোপে লঞ্চ হয়ে গেল। ভারতের বাজারে আগামী বছরের মধ্যে আনুষ্ঠানিক ভাবে মুক্তির সম্ভাবনা।

কয়েক মাস আগেই ভারতের টু-হুইলারের বাজারে পা রেখেছে চীনা ব্র্যান্ড জন্টিস (Zontes)। বর্তমানে তারা এদেশে পাঁচটি বাইক বিক্রি করে। প্রতিটি একই ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত। গত মাসে অটো এক্সপো ২০২৩-এ বেশ কয়েকটি ম্যাক্সি স্কুটার প্রদর্শন করেছিল জন্টিস। এবারে তাদের মধ্যে একটি লঞ্চ হল ইউরোপের বাজারে। যার নাম – Zontes 350D।

Zontes 350D ইঞ্জিন, ফিচার এবং প্রতিপক্ষ

জন্টিস ৩৫০ডি-র এগিয়ে চলার ক্ষমতা প্রদান করতে দেওয়া হয়েছে একটি ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ৩৬.২ হর্সপাওয়ার এবং ৬,০০০ আরপিএম গতিতে ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়। ১৮৮ কেজী ওজনের ম্যাক্সি স্কুটারটির ফুয়েল ট্যাঙ্কে ১২ লিটার তেল ধরবে ।

ফিচারের তালিকায় রয়েছে কিলেস ইগনিশন, একটি কালার টিএফটি ড্যাশ, দুটো ইউএসবি চার্জিং পোর্ট (টাইপ-এ এবং টাইপ-সি), টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, স্পোর্টস ও ইকো রাইডিং মোড, একটি ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন। Zontes 350D-এর প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে BMW C 400 GT। যার ওজন 350D-এর তুলনায় ২৬ কেজি কম। এর

Zontes 350D ভারতে লঞ্চ কবে

Zontes 350D-এর দাম ইউরোপের বাজারে ৪,৭৮৭ ইউরো ধার্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪.২ লক্ষ টাকা। যা আন্তর্জাতিক বাজারে KTM 390 Duke-এর মূল্যের কাছিকাছি। এই ম্যাক্সি স্কুটারটির সমতুল্য মডেল হিসেবে এদেশে রয়েছে Yamaha Aerox 155, Keeway Vieste 300, Keeway Sixties 300i এবং BMW C 400 GT। এ বছর না হলেও ২০২৪ সালের মধ্যে ভারতের বাজারে স্কুটারটি লঞ্চ করা হতে পারে বলেই অনুমান।