ব্যাটারি শেষই হবে না! Tecno Pova Neo 3-র ফিচার্স প্রকাশ্যে আসতেই নেটমাধ্যম তোলপাড়

টেকনো (Tecno) তাদের পোভা সিরিজের অধীনে Pova Neo 3 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ স্মার্টফোনটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং গুগল প্লে কনসোল (Google Play Console) সাইটে দেখা গেছে, য শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখার ইঙ্গিত দিয়েছে। এবার জল্পনা বাড়িয়ে সংস্থার তরফে প্রোমোশনাল টিজারের মাধ্যমে Tecno Pova Neo 3 এর ডিজাইনের আভাস দেওয়ার পাশাপাশি প্রসেসর, স্টোরেজ ভ্যারিয়েন্ট ও ব্যাটারির ক্ষমতা প্রকাশ করা হয়েছে।

Tecno Pova Neo 3-এর অফিসিয়াল টিজার প্রকাশ

টেকনোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অনুসারে, আসন্ন টেকনো পোভা নিও ৩ বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ স্টোরেজ বিকল্পের সাথে আসবে। এটি ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি অভিনব ডিজাইনের সাথে আসবে।

ডিভাইসটির ব্যাক প্যানেলে ট্রাপিজিয়াম আকৃতির ক্যামেরা মডিউল থাকবে এবং পুরো প্যানেল জুড়ে কিছু রেখা দেখা যাবে। এগুলি ছাড়া, কোম্পানির তরফে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে ইতিমধ্যেই টেকনো পোভা নিও ৩-এর মূল স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস হয়েছে। আসুন তাহলে এগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Tecno Pova Neo 3: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সূত্র মারফৎ জানা গেছে যে, টেকনো পোভা নিও ৩ ফোনটি ১,৬৪০ x ৭২০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৮২ ইঞ্চির আসাহি গ্লাসের এলসিডি ডিসপ্লের সাথে আসবে৷ ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে, যা ৪ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এছাড়াও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা যাবে। টেকনো পোভা নিও ৩ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ৭.৬ ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরার ক্ষেত্রে, Pova Neo 3-এর রিয়ার প্যানেলে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Pova Neo 3 ফোনটি বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও, Tecno Pova Neo 3-এ প্রক্সিমিটি, লাইট, অ্যাক্সিলোমিটার, হল, জাইরোস্কোপ, কম্পাস, সেইসাথে ফেস রিকগনিশন এবং উন্নত নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ বিভিন্ন সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনটিতে ভিওএলটিই, ভিওওয়াইফাই এবং এনএফসি সাপোর্ট করবে। Pova Neo 3 জুলাইয়ের পরে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ফোনটির পরিমাপ হবে ১৭০.৬৭ x ৭৭.৬ x ৯.৩ মিমি এবং ওজন প্রায় ২০১ গ্রাম।