Royal Enfield-কে চ্যালেঞ্জ জানাতে হাজির Zontes GK350, এই বাইকের দাম ও বিশেষত্ব জানুন

এদেশের মাটিকে ব্যবহার করে নিজেদের আখের গোছাতে প্রস্তুত চিনা বাইক প্রস্তুতকারী সংস্থা জন্টিস (Zontes)। আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (AARI) এর সঙ্গে হাত মিলিয়ে একসাথে নতুন পাঁচটি মোটরসাইকেল লঞ্চ করল তারা। তার মধ্যেই ফিউচারিস্টিক ডিজাইনের ক্যাফে-রেসার মোটরসাইকেল হল GK350। মোট তিনটি রং এর বিকল্পে মিলবে এই বাইকটি। ব্ল্যাক-ব্লু রংয়ের কম্বিনেশনে আত্মপ্রকাশ করা মডেলটির এক্স শোরুম মূল্য ৩.৩৭ লাখ টাকা। অন্যদিকে ব্ল্যাক-গোল্ড ও সিলভার-অরেঞ্জ এর দর ৩.৪৭ লাখ টাকা (এক্স শোরুম)।

Zontes GK350 কে চালিকাশক্তি যোগায় ৩৪৯ সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, DOHC প্রযুক্তি সমৃদ্ধ ইঞ্জিন, যা সংস্থার অন্যান্য মোটরসাইকেলগুলিতেও ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন থেকে ৯,৫০০ আরপিএম গতিতে ৩৮.৮ বিএইচপি শক্তি ও ৭,৫০০ আরপিএম গতিতে ৩২.৮ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনটির সঙ্গে রয়েছে ৬- স্পিড ট্রান্সমিশন বক্স।

স্টাইলের দিক থেকে বলতে গেলে GK350 আক্ষরিক অর্থেই ক্যাফে-রেসার বাইকের আধুনিক সংস্করণ নিয়ে অবতীর্ণ হয়েছে। এতে রয়েছে গোলাকার হেডলাইট, হ্যান্ডেল বারের শেষে মিরর, ক্যাফে-রেসার স্টাইলের ফুয়েল ট্যাংক, সিটের পেছনে রয়েছে ছোট টেললাইট ও স্পোক যুক্ত চাকা। সবচেয়ে দৃষ্টিনন্দন এর টুইন ব্যারেল এক্সজস্ট পাইপ। বাইকটিতে সর্বত্র এলইডি লাইটের ব্যবহার চোখে পড়ে।

GK350 এর সাথে রয়েছে দৈত্যাকার ১৭ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। বাইকটির সিটের উচ্চতা ৭৯৫ মিমি যা অধিকাংশ চালকের জন্যই যথেষ্ট সুবিধাজনক। ব্রেকিংয়ের বিষয়টি সামলাতে সামনে দেওয়া হয়েছে কভারযুক্ত ৩২০ মিমির ডিস্ক ও পিছনে রয়েছে ২৬৫ মিমি ডিস্ক। সেফটি ফিচার হিসেবে ডুয়েল চ্যানেল এবিএস বিদ্যমান। সাসপেনশনের জন্য GK350 এর সামনে ৪৩ মিমি ইউএসডি ফর্ক ও পিছনে মনসক অ্যাবজর্ভার লাগানো রয়েছে।

Zontes GK350 এর প্রারম্ভিক মূল্য ৩.৩৭ লাখ টাকা হওয়াতে এটি সরাসরি রয়্যাল এনফিল্ড Continental GT 650 কে টক্কর জানাতে প্রস্তুত। তবে ভারতীয় বাজারে খানিকটা কম মূল্যে আরও একটি ক্যাফে-রেসার বাইক মেলে। সেটি হলো Husqvarna Vitpilen 250।