মহিলাদের কুর্নিশ জানিয়ে boAt লঞ্চ করল ‘T-Rebel’ কালেকশনের হেডফোন

শুধুমাত্র মহিলাদের কথা ভেবে হেডফোন লঞ্চ করল boAt। আজ্ঞে হ্যাঁ, অবিশ্বাস্য বলে মনে হলেও এমন কাজই করার সাহস দেখিয়েছে জনপ্রিয় অডিও প্রোডাক্ট নির্মাতাটি। বর্তমান ভারতীয় মহিলাদের অবস্থানকে সঠিক মর্যাদা দিতে boAt নিয়ে এসেছে উন্নত মানের অডিও ওয়্যার কালেকশন ‘T-Rebel’। ‘রেবেল’ শব্দের অর্থ ‘বিদ্রোহী’ এবং সত্যিই আমাদের দেশে এখনও একজন নারীকে সামাজিক বিধি নিষেধকে তোয়াক্কা না করে বহুমুখী কাজে নিজেকে নিয়োজিত করতে হয়। নারী স্বাধীনতা নিয়ে বহু শব্দ খরচ হলেও, একটা মেয়ে জানে কতটা কাঠখড় পুড়িয়ে যোগ্যতা অর্জন করার পরেও তাঁকে প্রত্যাখানের মুখোমুখি হতে হয়। অবশ্য হাল ছেড়ে না দিলে তারপরেই আসে আকাঙ্খিত সাফল্য। boAt এইরকমই চিম্তাধারাকে কাজে লাগিয়ে মহিলাদের জন্য এক্সক্লুসিভ ভাবে ‘T-Rebel’ কালেকশনের হেডফোন, ইয়ারফোন, এবং ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে। ‘T-Rebel’ কথাটির মাধ্যমে boAt আসলে মহিলাদের স্বনির্ভর ও স্বাধীনচেতনার বৈশিষ্ট্যকে নির্দেশ করতে চেয়েছে৷

T-Rebel এর দাম, ফিচার ও লভ্যতা

‘T-Rebel’ কালেকশনটিতে আছে হেডফোন, ইয়ারফোন এবং ওয়্যারলেস ইয়ারবাড এর মত ডিভাইস। বোটের নিজস্ব ভাবনায় তৈরি এই হেডফোনগুলি একেবারে নতুন রকমের ডিজাইনকে সামনে এনেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে এই কালেকশন ব্লু, লাইম, রেড, ইয়েলো এবং পিঙ্ক রঙে পাওয়া যাবে।

দামের কথা বললে, টি-রেবেল ব্র্যান্ডের ট্রু ওয়্যারলেস ইয়ারফোন, নেকব্যান্ড-স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোন, এবং ওয়্যার্ড ইয়ারফোনগুলি ৩৯৯ থেকে ২,৯৯৯ টাকার মধ্যে পাওয়া যাবে। এরমধ্যে boAt BassHeads এর দাম রাখা হয়েছে সবচেয়ে কম (৩৯৯ টাকা), এবং সবচেয়ে বেশি দামে এসেছে boAt Airdopes 441Pro। ই-কমার্স সাইট Amazon, Flipkart এর পাশাপাশি boAt এর নিজস্ব ওয়েবসাইটে থেকে প্রোডাক্টগুলি কেনা যাবে।

boAt ইউনিভার্সাল মিউজিক ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করে ‘T-Rebel’ কালেকশনটির প্রচারের জন্য একটি টাইটেল ট্র্যাক তৈরী করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘I’m A Rebel’। ভিডিওটিতে দেখা গেছে অভিনেত্রী কিয়ারা আডভানিকে। গ্র্যামি-মনোনীত মাল্টি-প্লাটিনাম র‌্যাপার রাজা কুমারী গানটি কম্পোজ করেছেন। স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিচিত্র পটভূমির মহিলাদের দেখা গেছে এই গানে পারফর্ম করতে, যার মধ্যে আছেন চলচ্চিত্র অভিনেত্রী বানী জে, এমএমএ পেশাদার সানিকা পাতিল, ভাস্কর দুর্গা গাওদে, টেলিভিশন অভিনেত্রী আয়েশা আদলখা প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে boAt এর সহ-প্রতিষ্ঠাতা আমান গুপ্ত বলেছেন, “মহিলারা এখন পরিবর্তনের সক্রিয় এজেন্ট। আমরা ব্র্যান্ড হিসাবে সবসময় এমন মহিলাকে সমর্থন করেছি যারা আরও বেশী অন্বেষণ করতে, তাদের স্বতন্ত্রতা উদযাপন করতে এবং অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করতে বিশ্বাসী। boAt এর Rebel কালেকশন আমাদের চারপাশের মহিলাদের জন্য নিবেদিত, যারা সীমাহীন”।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন