1 ঘন্টায় চার্জ হয়ে যাবে ব্যাটারি, ইলেকট্রিক বাইকের জন্য বসছে DC ফাস্ট চার্জিং স্টেশন

তা সে যেমন গাড়িই হোক, পর্যাপ্ত চার্জিং স্টেশন না থাকলে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারে জোয়ার আসবে না, এ কথা জোর দিয়ে বলা যায়। একথা উপলব্ধি করতে…

তা সে যেমন গাড়িই হোক, পর্যাপ্ত চার্জিং স্টেশন না থাকলে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারে জোয়ার আসবে না, এ কথা জোর দিয়ে বলা যায়। একথা উপলব্ধি করতে বাকি নেই ইভি নির্মাতাদের। তাই যে যার মতো চার্জিং স্টেশন নেটওয়ার্ক সম্প্রসারণে মনোনিবেশ করছে। সেই তালিকায় নাম লেখালো দেশের একমাত্র হাই-পারফরম্যান্স ইলেকট্রিক বাইক নির্মাতা আলট্রাভায়োলেট (Ultraviolette)। দেশজুড়ে তারা সুপারনোভা ডিসি ফাস্ট চার্জারের বসানোর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল।

আল্ট্রাভায়োলেট গড়ে তুলছে ফাস্ট চার্জিং স্টেশন

ফাস্ট চার্জিং স্টেশন বসানোর ফলে সংস্থার F77 ও F77 Recon ই-বাইক ব্যবহারকারীদের ব্যাপক সুবিধা হবে। রাস্তায় বাইক নিয়ে বেরোলে চার্জ ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তার নিষ্পত্তি ঘটবে। প্রথম চার্জিং স্টেশনের রোল আউট কথা ঘোষণা করেছে আল্ট্রাভায়োলেট। এখানে রয়েছে সুপারনোভা ডিসি ফাস্ট চার্জার। কোম্পানি জানিয়েছে, প্রথম পর্যায়ে তারা দেশে ১০০-র বেশি এমন চার্জিং স্টেশন গড়ে তুলবে। যার মধ্যে কর্ণাটক, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে এই চার্জিং স্টেশন ইতিমধ্যেই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কোম্পানি।

Ultraviolette Supernova ফাস্ট চার্জিংয়ের মধ্যে রয়েছে ৬-টাইপ কানেক্টর সমেত Supernova Plus 12 KW ও Supernova 6 KW চার্জার। সংস্থা সূত্রে জানানো হয়েছে, এগুলি BIS IS17017-2-6 বিধি মেনে তৈরি হবে। এখান থেকে F77 ও F77 Recon-এর ব্যবহারকারীরা বাইকের ব্যাটারি ২০ থেকে ৮০% চার্জ ৪০-৬০ মিনিটে করাতে পারবেন।

বর্তমান দিনে মানুষের হাতে সময় বড়ই কম। ব্যস্তময় জীবনে তাই চার্জিংয়ের জন্য বেশি সময় দেওয়া ক্ষেত্রে গররাজি বেশিরভাগ মানুষ। এই সমস্যার সমাধান হিসেবেই ফাস্ট চার্জিং ব্যবস্থার আনাগোনা বাড়ানো হচ্ছে। এই প্রসঙ্গে আলট্রাভায়োলেটের সহ প্রতিষ্ঠাতা ও সিইও নারায়ণ সুব্রামানিয়াম বলেন, “আল্ট্রাভায়োলেট সুপারনোভা চার্জিং স্টেশনগুলির আত্মপ্রকাশ আমাদের গ্রাহকদের জন্য একটি নিরবচ্ছিন্ন এবং ব্যবহার বান্ধব চার্জিং পরিকাঠামো প্রদানের প্রতিশ্রুতি প্রদানে একটি রূপান্তরমূলক মাইলফলক। F77 গ্রাহকদের সুবিধার্থেই এটি আনা হয়েছে।”